ষ্টাফ রিপোর্টার :ভোলা বাণী : ‘আসুন ঐক্যের হাত তুলি: এইচআইভি প্রতিরোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা সিভিল সার্জেন ডা: রথিন্দ্রনাথ মজুমদার এর সভাপত্বিতে আলোচনা সভায় বিভিন্ন ডাক্তার,সাংবাদিক,নার্স, এনজিও কর্মকর্তা নেতৃবিন্দ এসময় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এইচআইভি নিয়ন্ত্রণ বা নির্মূল করার লক্ষ্যে প্রতিরোধ ও চিকিৎসা কর্মসূচিসমূহ বস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলা, পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ, ইতিবাচক মনোবৃত্তির পরিচর্যা, উন্নত মননশীলতা এবং সুকুমার বৃত্তির অনুশীলন করার কথা বলেন। এসময় তারা আরো বলেন, এইচআইভি আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্যহীনতা সুনিশ্চিত করা প্রয়োজন। সরকারের পাশাপাশি অন্যান্য বেসরকারি সংগঠন গুলো একসাথে কাজ করার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, ডা: মো: মহিবুল্লাহ, সিনিয়র স্ব্যাস্থ শিক্ষা কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: সোলায়মান, ইউনিসেফের নিউট্রেশন অফিসার কন্যান, সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ৯:৩৮:০৭ ১৩৯ বার পঠিত |