ভোলায় পুলিশের হামলার প্রতিবাদে আইনজীবীর মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পুলিশের হামলার প্রতিবাদে আইনজীবীর মানববন্ধন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০



ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি: ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ আইনজীবীর চেম্বারে বে-আইনিভাবে পুলিশের এসআই ও কনস্টেবল প্রবেশ করে এক বিচারপ্রার্থীকে মারধর ও আইনজীবীদের সাথে অসদাচরণ এর প্রতিবাদে ভোলায় আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় পুলিশের হামলার প্রতিবাদে  আইনজীবীর মানববন্ধন

সোমবার সকাল দশটায় ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ বারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইফতারুল হাসান শরীফ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি অ্যাড.মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. নুরুল আমিন নূরনবী, অ্যাডিশনাল পিপি অ্যাড.সোহেব মামুন, অ্যাড. ড. আমিরুল ইসলাম বাসেত, অ্যাড. ফরিদুল ইসলাম রাজিব হাওলাদার প্রমুখ। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ভোলা থানার এসআই লুৎফর রহমান ও কনস্টেবল বেআইনিভাবে একজন বিজ্ঞ আইনজীবী চেম্বারে ঢুকে ওয়ারেন্ট ছাড়াই একজন বিচারপ্রার্থীকে ফিল্মি স্টাইলে অতর্কিত হামলা করে আহত করেন। বিষয়টি আইনজীবীগণ জানতে চাইলে পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন। যা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসআই লুৎফুর রহমান ও সাথে থাকা কনস্টেবল সদস্যকে প্রত্যাহার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলে আলটিমেটাম প্রদান করেন।
উল্লখ্য, গত শনিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সালাউদ্দিন হাওলাদারের চেম্বার এ বেআইনিভাবে ভোলা থানার এসআই লুৎফুর রহমান ও একজন কনস্টেবল প্রবেশ করে কোন ওয়ারেন্টি ছাড়াই এক বিচারপ্রার্থীকে মারধর করে আহত করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:০১   ১৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ