সব ক্ষেত্রেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ - তোফায়েল

প্রথম পাতা » জাতীয় » সব ক্ষেত্রেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ - তোফায়েল
বুধবার, ৮ মার্চ ২০১৭



সব ক্ষেত্রেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ - তোফায়েল

ভোলাবাণী : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আজকে সব ক্ষেত্রেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে আমরা (বাংলাদেশ) ভারত থেকেও এগিয়ে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ পৃথিবীতে এখন উন্নয়নের রোল মডেল। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ। আমাদের সময় যত দ্রুততার সঙ্গে দারিদ্র্য বিমোচন হয়েছে, তা আগে হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক নেতা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি (শেখ হাসিনা) শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক নেতাও।

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের কারণে দেশে দারিদ্র্য বিমোচন হয়নি মন্তব্য করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক ব্যাংক ঋণ দিলে মানুষ ঋণগ্রস্ত হয়। কিন্তু আমাদের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে টাকা জমা হয়। আমরা ৫০ লাখ লোককে ১০ টাকা করে চাল দিচ্ছি।

সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলেই দেশে দারিদ্র্য বিমোচন হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিচক্ষণ নেতা ছিলেন উল্লেখ করে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন তার সহচর তোফায়েল আহমেদ। তিনি বলেন, তার (বঙ্গবন্ধু) ৭ মার্চের ভাষণ যত উচ্চারিত হয়েছে পৃথিবীর কোনো ভাষণ এত উচ্চারিত হয়নি। তিনিই (বঙ্গবন্ধু) একমাত্র নেতা ছিলেন, যিনি বলতে পেরেছিলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই না।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৩০   ১৪৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ