লালমোহনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামিয়া কামিল মাদরাসা’ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ‘রফিক’

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামিয়া কামিল মাদরাসা’ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ‘রফিক’
সোমবার, ৬ মার্চ ২০১৭



 

---

লালমোহন প্রতিনিধি, ভোলাবাণী : ভোলার লালমোহন উপজেলার সকল মাদরাসা প্রতিষ্ঠানের মধ্যে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং একই মাদরাসার অধ্যক্ষ মাও: এ.কেএম রফিকুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেনে একই মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারি অধ্যাপক মাও: মো.ফিরোজ আলম।

মাও: মো.ফিরোজ আলম ১৯৯৪ সালে সরকারি বিএম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স এবং ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে হাদীস ও ফেকাহ বিষয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ন হয়ে শীর্ষ ১০ মেধাতালিকায় স্থান পান।

বরিশাল বিএম কলেজে অধ্যয়নকালে তিনি শেকড় সাহিত্য সংসদের একজন সক্রিয় সংগঠক হিসেবে সাহিত্য চর্চায় নিবেদিত ছিলেন। তিনি ফিরোজ মাহমুদ নামে লেখালেখি করছেন। তাছাড়া সাহিত্য পত্রিকা শেকড়, মেঘনা ও উৎস’র সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার প্রকাশিত কাব্য গ্রন্থ ‘শোকার্ত ঘ্রাণ’ সাহিত্য পাঠক মহলে ব্যাপক আলোচিত হয়।

গণমুখী ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক মো.ফিরোজ আলম বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের আওতাধীন দাখিল, আলিম ও ফাজিল ক্লাশের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক অন্তত ২০ টি বই রচনা ও সম্পাদনা করেছেন। এছাড়াও তিনি মাদরাসা শিক্ষাবোর্ড ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ভোলার রিয়েলওয়ে বিজনেস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান, বরিশাল মেট্রোপলিটন কলেজ, সাতরং সিস্টেমস, ভোলার মোহনা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল, ঢাকার রিয়েল ভিশন গ্রপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ, মাদরাসা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর মাদরাসা ক্যাটাগরিতে সার্বিক দিক মূল্যায়ন করে লালমোহন উপজেলা মূল্যায়ন কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করেন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ.কেএম রফিকুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও মাও: মো.ফিরোজ আলম শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলার সংবাদ ডট কম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছেন ।

বাংলাদেশ সময়: ২২:০৯:৩৮   ২২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ