বিওজেএ’র নাম ও লোগো অপব্যবহারের প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিওজেএ’র নাম ও লোগো অপব্যবহারের প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার, ১৭ জুন ২০২০



প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের সর্বপ্রথম ও প্রধান সংগঠন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিওজেএ’র নাম ও লোগো ব্যবহার করে কিছু ব্যক্তি বিভ্রান্তি তৈরি করছে। এসব অসাধু ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার জন্য সাংবাদিক সমাজকে আহ্বান জানিয়েছে বিওজেএ কেন্দ্রীয় কমিটি।

বিওজেএ’র নাম ও লোগো অপব্যবহারের প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

অতি সম্প্রতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বিওজেএর অফিশিয়াল ওয়েবসাইট https://boja-central.org/ উদ্বো্ধন করেন। যেখানে ডিইউজের সদস্য ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১২ সালে ২৮ ডিসেম্বর সরকারের যথাযথ আইন মেনে কাজ শুরু করে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিওজেএ ।সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি এই নাম ও লোগো ব্যবহার করে ভুয়া প্রেস রিলিজ তৈরি করে। আন্ডারগ্রাউন্ড কিছু নামধারী ব্যক্তির নাম প্রকাশ করে। এ্রর স্কিণশর্ট ও প্রমাণসমহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, বিওজেএর কমিটি প্রতিটি, জেলা ও থানার পেশাদার সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন হয়েছে। আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে কমিটি ও পেজে https://www.facebook.com/centralboja/ সব তথ্য রয়েছে। সাংবাদিকতার মতো পবিত্র পেশায় এভাবে হুবহু নকল নৈতিকভাবে নিন্দনীয়। বিওজেএ এ ধরনের অসাধু ব্যক্তিদের সতর্ক করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গুজব প্রতিরোধ ও নিরাপদ ইন্টারনেটের জন্য কাজ করছে। বিওজেএ এ ব্যাপারে সরকারকে তথ্য দিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে দেশি – বিদেশী আইনজীবী প্যানেল তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে করোনা মোকাবেলা করছে সেই সময়ে মিথ্যে তথ্য ছড়ানো ব্যক্তিদের ব্যপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৯:১২   ১২৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ