সৌন্দর্য ধরে রাখতে যোগব্যায়াম

প্রথম পাতা » প্রধান সংবাদ » সৌন্দর্য ধরে রাখতে যোগব্যায়াম
শনিবার, ১৩ জুন ২০২০



ভোলাবাণী লাইফস্টাইলঃনিজেকে ফিট রাখতে যোগব্যায়ামের অবদান অনেক। ইদানীং চেহারার সৌন্দর্য ধরে রাখতে ফেসিয়াল ইয়োগা মানে মুখের যোগব্যায়াম বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ফেসিয়াল ইয়োগার মাধ্যমে মুখমণ্ডলের কিছু এক্সারসাইজ করা হয়।

ইদানীং চেহারার সৌন্দর্য ধরে রাখতে ফেসিয়াল ইয়োগা মানে মুখের যোগব্যায়াম বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

যে কারণে চেহারায় আসে তীক্ষ্মতা (শার্পনেস)। দূর হয় ডাবল চিন। যোগব্যায়ামে বাড়ে রক্ত সঞ্চালন, যে কারণে ত্বকে আসে উজ্জ্বল আভা।১.প্রথমে মুখ দিয়ে আই, ও, ই, এ উচ্চারণ করতে হবে।

২.লোয়ার লিপ লিফট: সোজা হয়ে বসে মাথা পেছন দিকে চেপে নিচের ঠোঁট ওপর দিকে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে থুতনিতে ভেতরের দিকে চাপ দিয়ে ১০ সেকেন্ড থাকুন।

৩.চিন লিফট: সোজা হয়ে দাঁড়িয়ে বুকের ওপর দুই হাত ক্রস করে রাখুন। এবার মাথা পেছনের দিকে যতটুকু নেওয়া সম্ভব ততটুকু নিয়ে রাখুন। ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস নিন। এইভাবে ১০ বার করুন।

৪.চিন পুশিং: সোজা হয়ে দাঁড়িয়ে বড় করে হা করে দুই ঠোঁট দিয়ে দাঁত ঢেকে ১০ সেকেন্ড রাখুন। এরপর ছেড়ে দিন। এবার চোয়াল সামনের দিকে যতটুকু চাপানো যায়, চাপান। একই সঙ্গে বৃদ্ধাঙ্গুল দিয়ে থুতনিতে ভেতরের দিকে চাপ দিয়ে ১০ সেকেন্ড থাকুন। এভাবে ১০ বার করতে হবে।

৫.ডাবল চিন: সোজা হয়ে দাঁড়ান। এবার মাথা একবার বাঁ পাশে, একবার ডান পাশে ধীরে ধীরে ১০ বার ঘোরাতে হবে। এরপর মাথাটাকে যতটুকু সম্ভব পেছনের দিকে নিয়ে কমপক্ষে ১০ বার মুখ খুলতে ও বন্ধ করতে হবে।।

৬.ডাবল চিন আউট সাইট: এবারও সোজা হয়ে দাঁড়ান। মাথা যতটুকু সম্ভব পেছনের দিকে নেবেন। এবার দুই ঠোঁট একসঙ্গে গোল করে বাইরের দিকে নিতে হবে। থুতনির অবস্থান ঠিক রাখতে হবে। এভাবে ১০ বার করতে হবে।

৭.বিউটি বোন: সোজা হয়ে দাঁড়িয়ে মাথা পেছনের দিকে নিন। এবার বড় করে হা করে ৩ থেকে ৫ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিয়ে আবার করুন। এইভাবে ১০ বার করতে হবে

৮.উজ্জ্বল ত্বক: সোজা হয়ে দাঁড়িয়ে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন। দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুই পাশ থেকে নাক চেপে ধরে ধীরে ধীরে মাথাটা সামনের দিকে ঝুঁকবেন। এরপর মাথাটা ওপরের দিকে তুলে হাত নামিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৪   ২৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ