মনপুরায় ঝড়ের রাতে জন্ম নেওয়া সন্তানের নাম দিলো আম্ফান।

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ঝড়ের রাতে জন্ম নেওয়া সন্তানের নাম দিলো আম্ফান।
বৃহস্পতিবার, ২১ মে ২০২০



অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন।।ভোলা বাণী।।মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরার ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব চলাকালীন সময়ে রাতে প্রসব বেদনা নিয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এক প্রসূতি মা।

মনপুরা হাসপাতালে প্রসূতি মায়ের জন্ম নেওয়া ছেলে সন্তান আম্পান ( ডাক্তাদের নাম দেওয়া)।

বৃস্পতিবার ভোর রাত ৪ টায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্ঠায় ওই প্রসূতি মায়ের সুস্থ্য অবস্থায় ছেলে সন্তান ডেলিভারি হয়। পরে ডাক্তার ও নার্সরা খুশিতে ওই জন্ম হওয়া ছেলে সন্তানের নাম দেয় আম্ফান।ওই প্রসূতি মা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)।

জানা যায়, ঘূর্ণিঝড়ের রাতে হাসপাতালে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় প্রসূতি মা সামিয়া। পরে ঘূর্ণিঝড়ের কারনে ভোলা নেওয়া হচ্ছিলনা। তারপরও রাতভর ডাক্তর ও নার্সদের চেষ্ঠায় সুস্থ্য অবস্থায় প্রথম ছেলে সন্তান আম্পান (ডাক্তাদের নাম দেওয়া) পৃথিবীতে আসে। সেই খুশিতে ডাক্তার-নার্সরা জন্ম নেওয়া ওই ছেলের নাম দেয় আম্পান। ওই মা ও সন্তান আম্পান সুস্থ্য রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, ওই প্রসূতি মা আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে ওই প্রসূতি মা ছেলে সন্তান দিলে আমরা নাম দেই আম্ফান। মা ও আম্পান সুস্থ্য আছে, সকালে বাড়ি চলে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫৮   ২২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ