ঘুর্নিঝড় আম্ফানের খবরে ভোলার উপকুলীয় মানুষের মধ্যে আতংক।। ১১০৪টি সাইক্লোন প্রস্তুত।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘুর্নিঝড় আম্ফানের খবরে ভোলার উপকুলীয় মানুষের মধ্যে আতংক।। ১১০৪টি সাইক্লোন প্রস্তুত।
মঙ্গলবার, ১৯ মে ২০২০



স্ট্যাফ রির্পোটার।।ভোলা বাণীঃ ঘুর্নিঝড় আমফানের খবরে ভোলার উপকুলীয় এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। ১১শ চারটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সকল স্কুল কলেজ গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়। এছাড়াও প্রস্তুত রয়েছে সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১০ হাজার ২শত ভলেন্টিয়ার ও ৯২টি মেডিকেল টিম ।

---

আজ(মঙ্গলবার) থেকে মানুষকে নেয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। এলাকা বাসি জানান, ৯১ সালের সিডরের ধকল কাটিয়ে উঠার আগেই আবারও ঘুর্নিঝড় আমফানের সংকেত মানুষকে ভাবিয়ে তুলেছে। কেমন হবে এর গতিবেক, কোন সময় কোন দিকে আঘাত করবে। ঘরবাড়ি পরিবার পরিজন, গবাদী পশু রেখে কিভাবে আশ্রয় কেন্দ্রে জীবন যাপন করবে। তার পরেও করোনা। কি ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে রোজার মধ্যে থাকবে আশ্রয় কেন্দ্রে। ৯১ সালের ২৯ এপ্রিল ঘুর্নিঝড় সিডর মুহুর্তের মধ্যে লন্ড ভন্ড করে দেয় ভোলার উপকুলীয় অঞ্চলসহ দক্ষিনাঞ্চল। এতে প্রান হারায় ১ লাখ ৩৮ হাজার মানুষ সহ শত শত গবাদী পশু। গুরিয়ে দেয় হাজার হাজার বসত ঘর। ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। দুঃসহ সে স্মৃতি আজও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে। সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায়। সেদিনের ভয়াল এই ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। ভোলায় ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে়ছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড় আমফান কে সামনে রেখে সংলিষ্ট দপ্তর গুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। এর সাথে ১১শ চারটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সকল স্কুল কলেজ গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়। এছাড়াও প্রস্তুত রয়েছে সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১০ হাজার ২শত ভলেন্টিয়ার ও ৯২টি মেডিকেল টিম। ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে মানুষ গুলোকে নিরাপদ স্থানে এখনই সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সতর্কতাঃ স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টার গুলোকেও নির্দেশনা দেয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে রেডক্রিসেন্ট, সিপিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৫২   ১৯৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ