বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় বিভাগীয় পর্যায়ে কাবাডি প্রতিযোগীতা শুরু

প্রথম পাতা » খেলাধূলা » বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় বিভাগীয় পর্যায়ে কাবাডি প্রতিযোগীতা শুরু
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০



---ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এর বিভাগীয় পর্যায়ের (নারী ও পুরষ) কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভোলা বাংলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিতে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মো. কায়সার, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন আলমগীর কবির আলো, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা চেম্বার পরিচালক মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ শাফিয়া খাতুৃন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহরের বাংলাস্কুল মাঠে এ কাবাডি প্রতিযোগীতা শুরু হয়। এতে বরিশাল বিভাগের ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা থেকে ৬টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় নারী দলের মধ্যে ভোলা ও ঝালকাঠি মধ্যকার খেলায় ভোলা, পটুখায়াখালী-পিরোজপুর মধ্যকার খেলায় পটুয়াখালী জয়লাভ করে। পুরুষদের মধ্যে ভোলা ও বরিশাল মধ্যকার খেলাটি ড্র হয়। এছাড়া বরগুনা ও পটুয়াখালীর মধ্যকার খেলায় বরগুনা জেলা দল জয়লাভ করে।
বুধবার ফাইনাল খেলার মধ্যদিয়ে প্রতিযোগীতার সমাপ্তি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২৭   ২২৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ