সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২২ রান করেছে বাংলাদেশে।।তামিম-লিটনের সেঞ্চুরি

প্রথম পাতা » খেলাধূলা » সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২২ রান করেছে বাংলাদেশে।।তামিম-লিটনের সেঞ্চুরি
শুক্রবার, ৬ মার্চ ২০২০



---ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ বৃষ্টি বৃঘ্নিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২২ রান করেছে বাংলাদেশে। টস হেরে আগে ব্যাট করে ৪৩ ওভারে তিন উইকেট হারিয়ে এই রান করে স্বাগতিকরা। সেঞ্চুরি করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস। বৃষ্টির কারণে ওভার কমে যাওয়ায় জিম্বাবুয়ের টার্গেট হবে ৩৪২ রান।

তামিম ইকবাল ১২৮ রানে অপরাজিত ছিলেন। লিটন দাস ১৭৬ রানে আউট হন। তিনি ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কায় এই রান করেন। এটি বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের ১৫৮ রান।

লিটন দাস ও তামিম ইকবাল ২৯২ রানের জুটি গড়েছেন। এটি বাংলাদেশের যে কোন উইকেটে সর্বোচ্চ জুটি। এর আগে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল ১৭০। যা ১৯৯৯ সালে মেহরাব হোসেন অপি ও আল শাহরিয়ার রোকন করেছিলেন।

এর আগে বৃষ্টির কারণে ২ ঘণ্টা ৩৮ মিনিট বন্ধ থাকার পর ৬টা ৪৫ মিনিটে খেলা হয়। খেলা বন্ধ হওয়ার আগে লিটন ১০২ ও তামিম ৭৯ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি সারলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। উভয় দল ৪৩ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংযে নামে বাংলাদেশে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে চার বদল এনেছে। এই ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ সময়: ২০:৫২:০৫   ১৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ