শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা সহজেই জেনে নিন

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা সহজেই জেনে নিন
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯



---ভোলাবাণী তথ্য প্রযুক্তিঃ
নিরাপত্তার জন্য সব ধরনের ঝামেলা এড়াতে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা সহজেই জেনে নিতে পারেন । একটি এনআইডি দিয়ে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসেই জানা যায়।

জেনে নিন নিবন্ধিত সিমের সংখ্যা: যেকোনো মোবাইল থেকে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।

এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর অফিসে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।

বাংলাদেশ সময়: ২০:২৬:২৯   ৩৪৯ বার পঠিত  |