তজুমদ্দিনে দুদকে গণশুনানি; দুইটি অভিযোগের তদন্ত করবে দুদক

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে দুদকে গণশুনানি; দুইটি অভিযোগের তদন্ত করবে দুদক
রবিবার, ৪ আগস্ট ২০১৯



গণশুনানিতে বক্তৃতা করছেন দুদক মহা-পরিচালক মোস্তাফিজুর রহমানতজুমদ্দিন প্রতিনিধি ॥

সরকারী অফিসসমুহে সেবা ও সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সৃষ্ট সমস্যা নিষ্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে ভোলার তজুমদ্দিনে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দিনভর উপজেলা পরিষদের হলরুমে এ গণশুনানি অনুষ্টিত হয়। আদালতের আদালে এ শুনানি করেন দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক (তদন্ত-১) মোঃ মোস্তাফিজুর রহমান। তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ দূর্নীতি দমন কমিশনের পরিচালক জুলফিকার আলী ও ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী।

জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তৃতা করেন, বরিশাল বিভাগ দূর্নীতি দমন কমিশনের পরিচালক জুলফিকার আলী, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। শুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক মহা-পরিচালক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারীর কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। আমরা দেশটাকে দূর্নীতি থেকে মুক্ত করে সরকারী সকল সেবা জনগণের জন্য নিশ্চিত করতে চাই।

এ গণশুনানিতে ১৪টি অভিযোগ উপস্থাপিত হয়। এরমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেন মোঃ রিয়াজ পরে অভিযোগটি অধিকতর তন্তের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। এ কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় একটি মাদ্রাসার অধ্যক্ষের অবৈধ সার্টিফিকেট ও অনিয়মের অভিযোগ এবং প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তার দপ্তর সংশ্লিষ্ট গুচ্ছগ্রাম বিষয়ক অভিযোগ দুদক তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের ঘোষনা দেন।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৩   ১৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ