বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ ডেঙ্গু রোগী ভর্তি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ ডেঙ্গু রোগী ভর্তি
রবিবার, ২৮ জুলাই ২০১৯



---ভোলাবাণী বিভাগীয়ঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শনিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১২ জন।

রোববার হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেঁড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং পাঁচজন নারী। এদের বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রন্ত হয়ে বরিশালে এসেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জুন মাসে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করতে ঢাকায় যান নগরীর ঝাউতলা এলাকার নাজমুল হাসানের ছেলে রিফাতুল ইসলাম। কিছু দিনের মধ্যে জ্বর নিয়ে বরিশালে ফিরে আসেন রিফাতুল। ভর্তি হন হাসপাতালে। ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত। দুই সপ্তাহ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান রিফাতুল। সেই থেকে বরিশালে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব দেখা দেয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, শনিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২ জন। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেঁড়ে ২৫ জনে দাঁড়ায়। এদের বেশির ভাগ রাগী ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন। স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। তবে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি এখনো জটিল আকার ধারণ করেনি। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।

ডা. এসএম বাকির হোসেন আরও বলেন, জনসাধারণের জন্য আমাদের পরামর্শ হলো- জ্বর হলে কোনো অবহেলা করা যাবে না। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ সেবন করাও ঠিক হবে না। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১৯:১৯:১৭   ৩০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ