দ্বিতীয়বার রাষ্ট্রপতি হতে পারেন প্রণব মুখার্জি

প্রথম পাতা » বিশ্ব-ভূবন » দ্বিতীয়বার রাষ্ট্রপতি হতে পারেন প্রণব মুখার্জি
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭



 

---

ভোলাবাণী : ভারতে রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে। অবসর নেওয়ার পর তিনি কোথায় থাকবেন তা নিয়ে তৎপরতাও শুরু হয়ে গেছে। কিন্তু পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে তিনি দ্বিতীয়বারের জন্য এই পদে নির্বাচিত হতে পারেন কি না, সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। খবর আনন্দবাজার পত্রিকার।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের বিচারে এখনও পিছিয়ে বিজেপি। উত্তরপ্রদেশের ভোট এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা হবে ঠিকই, কিন্তু সেখানেও আশাপ্রদ ফলাফল হবে না বলেই মনে করছেন দলের নেতারা। এই অবস্থায়, বিজেপি শীর্ষ নেতৃত্বও উঠে পড়ে লেগেছেন রাষ্ট্রপতির নাম নিয়ে বিরোধী ঐক্যে চিড় ধরিয়ে নিজেদের পক্ষে ভোট বাড়াতে। একমাত্র তাহলেই সংঘ ঘনিষ্ঠ কোনও প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বসাতে পারবেন মোদী।

তবে এই গোটা সম্ভাবনার পিছনে রয়েছে নির্বাচনী পাটিগণিত। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা যথেষ্ট জটিল। দেখা যাচ্ছে লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যার হিসাবে ১ লাখ ৭০ হাজার ভোটে পিছিয়ে বিজেপি। আর এক মাস পরই স্পষ্ট হয়ে যাবে উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল। পরিস্থিতি এখন এমনই যে, কেন্দ্রের শাসক দল উত্তরপ্রদেশে ভাল ফল না-করতে পারলে নিজেদের পছন্দের রাষ্ট্রপতি প্রার্থীকে জিতিয়ে আনার ক্ষমতা তাদের থাকবে না।

এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে বিরোধী ঐক্য ভাঙার জন্য মরিয়া চেষ্টা করা ছাড়া গতি নেই মোদীর। শিবসেনার মতো অন্য কোনও শরিক যাতে ভিন্ন শিবিরে না ভিড়ে যায়, সেটাও নিশ্চিত করতে চাইছে বিজেপি। তামিলনাড়ুতে পানিরসেলভামকে তলে তলে সহায়তা করে এডিএমকে কে এনডি তে আনার যে চেষ্টা বিজেপি নেতৃত্ব করছেন, তার পিছনে একটি কারণ রাষ্ট্রপতি নির্বাচন। তবে সূত্র জানায়, এরপরও মোদী যদি দেখেন যে বিরোধী ঐক্য অটুট রয়েছে, সেক্ষেত্রে প্রণব মুখার্জিকেই দ্বিতীয় বারের জন্য মেনে নিতে পারেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জি এমন কিছু করেননি, যা মোদী ও তার সরকারকে বিপাকে ফেলে। সর্বসম্মতিক্রমে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কংগ্রেসের বড় ভূমিকা থাকলেও অন্য আঞ্চলিক দলগুলো প্রণবকে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি করার প্রশ্নে একমত হতে পারে। মমতা ব্যানার্জি, নীতীশ কুমার, বাম দলগুলো, ডিএমকে, জেএমএম, সপা-বসপা’র সমর্থন পেতে পারেন প্রণব। এমনকি শিবসেনাও প্রণবের প্রতি নরম।

তবে প্রণব মুখার্জির ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সর্বসম্মতিক্রমে মনোনয়ন হলে তবেই তিনি রাষ্ট্রপতি পদে দাঁড়াবেন। ভোটাভুটির মধ্যে তিনি আর যাবেন না।

বাংলাদেশ সময়: ৭:৫৮:৫০   ১১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব-ভূবন’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
ইসরায়েলে ইরানের হামলা শুরু
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গোলাগুলি, আহত ৩
মস্কোয় ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৬০, আইএসের দায় স্বীকার
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আর্কাইভ