বোরহানউদ্দিনে ২০ মন জেলে চাল উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ২০ মন জেলে চাল উদ্ধার
বুধবার, ১ জুন ২০২২



আকতারুল ইসলাম আকাশ।।ভোলাবাণী ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ৭ নং টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মনিরাম বাজারের চাল আড়ত মালিক মো. নাছির তালুকদারের বসতঘরের বেডরুম থেকে জেলেদের ২০ মণ সরকারি চাল উদ্ধার করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ৭ নং টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মনিরাম বাজারের চাল আড়ত মালিক মো. নাছির তালুকদারের বসতঘরের বেডরুম থেকে জেলেদের ২০ মণ সরকারি চাল উদ্ধার করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।মঙ্গলবার (৩১ মে) রাত ৮ টার দিকে এ চাল উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার মো. আনর আলী ও আড়ত মালিক মো. নাছিরকে।

মঙ্গলবার (৩১ মে)রাত ১০ টার দিকে ইউএনও মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন মনিরাম বাজারের চাল ব্যবসায়ি নাছির তালুকদারের বসতঘরে জেলেদের দেয়া সরকারি চাল রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতা নিয়ে নাছির তালুকদারের বসতঘরে অভিযান চালায়।

এসময় তাঁর বসতঘরের বেডরুম থেকে প্ল্যাস্টিকের ১৩ বস্তাসহ মোট ২০ মণ চাল উদ্ধার করা হয়। সিলগারা করে দেয়া হয় বসতঘরটি।

পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ নং টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার আনর আলী ও আড়ত মালিক নাছির তালুকদারকে আটক করা হয়।

ইউএনও আরও জানান, উদ্ধার হওয়া চাল ও আটককৃতদেরকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এবং ঘটনারটির তদন্ত প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০:২২:২৪   ৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ