চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রথম পাতা » দুলার হাট » চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১



চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
---চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের দুলারহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধা আনোয়ারা বেগম(৬৫) মারা গেছেন। অর্থ সংকটে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গত মঙ্গলবার রাতে চর নুরুল আমিন গ্রামে ছেলে বারেকের বাড়িতে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। নিহত আনোয়ারা ওই গ্রামের মৃত জয়নাল আবেদিনের স্ত্রী। দুলারহাট থানা পলিশ বুধবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। পরে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বৃদ্ধার উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের ছেলে বারেক অভিযোগ করেন ,
তার বোন তারা বেগম তার মালিকানাধীন ১০ শতাংশ জমি চাচাতো ভাই আবু তাহেরের নিকট বিক্রি করেন। কিন্তু স্থানীয় ইউপি সদস্য ইউসুফ (পানি ইউসুফ) এর নির্দেশে তার চাচাতো ভাইয়ের ওয়ারিশ মফজল,জুয়েল, নিরব, শাহাজাহান. শাহাবুদ্দিন, শিপন, সুরমা বেগম. বাদশা ওই জমির মালিকানাদাবী করে আবু তাহেরকে জমির দখল দিতে বিরোধীতা করে আসছেন।বিগত ২৯ মার্চ তার মা আনোয়ারা বেগম তার ঘর মেরামত কালে মফিজুল ইসলাম মজু গংরা ওই ভিটি জবর দখলের চেষ্টা করেন। এসময় মজু গংরা ইউপি সদস্য ইউসুফ (পানি ইউসুফ) এর নির্দেশে তাকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এখানে  দুই দিন চিকিৎসার পর তাকে বরিশালে রেফার করেন চিকিৎসক। কিন্তু অর্থ সংকটের কারণে চিকিৎসার জন্য বরিশাল না নিয়ে তাকে বাড়ি নিয়ে যান প্রতিবেশীরা। এঘটনায় ১৪  এপ্রিল বৃদ্ধার ছেলে বারেক বাদী হয়ে নীলকমল ইউপি সদস্য ইউসুফ ওরফে পানি ইউসুফসহ ৯ জনকে আসামী করে দুলারহাট থানায় মামলা করেন। এদিকে বাড়িতে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে গত মঙ্গলবার রাতে বৃদ্ধা মারা যান।
বৃদ্ধার মুত্যুর পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানাযায়নি।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, বৃদ্ধাকে মারধরের ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে ১৪এপ্রিল একটি মামলা করেছে। মামলাটি তদন্তনাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। ময়না তদন্তের রিপোর্ট এলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:০০:২৩   ৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দুলার হাট’র আরও খবর


চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
দুলারহাটে নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার ২
চরফ্যাশনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার-২
চরফ্যাশনে এসিড নিক্ষেপের ঘটনায় আটক ২
চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার - ১
দুলারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দুলারহাটে দুই মাদক কারবারি আটক করেছে পুলিশ

আর্কাইভ