শিরোনাম:
ভোলা, রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

Bholabani
বুধবার ● ১ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় » জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে
প্রথম পাতা » জাতীয় » জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে
৩৪ বার পঠিত
বুধবার ● ১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে

ভোলাবাণী ডেক্স।।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিতে জনগণ আমাদের ভোট দিয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথভাবে এ দিবস উদযাপন করছে। স্বাধীনতার ৫২ বছরে দেশে এখন বীমা কোম্পানির সংখ্যা ৮১টি। এর মধ্যে জীবন বীমা ৩৫টি ও নন-লাইফ বা সাধারণ বীমা ৪৬টি।

প্রধানমন্ত্রী বলেন, বিমা মানুষকে সুরক্ষা দেয় এবং জীবনমান উন্নত করতে সহায়ক হয়। এর জন্য আইনগুলো সময়োপযোগী করা হচ্ছে। এ ছাড়া নীতিমালা প্রণয়ন করাসহ মানুষকে এর জন্য উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মানুষকে যদি সচেতন করা যায়, তবে তারা আরও উদ্বুদ্ধ হবে এবং বিমা করতে আরও আন্তরিক হবে। আসলে আমাদের দেশের মানুষের অনীহা আছে। থার্ড পাটি ইনস্যুরেন্সের কথা বলা হলো গাড়িতে, আসলে এটা যে কত ক্ষতি করে, আমি নিজেও ভুক্তভোগী। যথাযথ বিমা ছাড়া সড়কে কোনো পরিবহন যেন না চলে, সেটা আমরা দেখবো। আমরা বিমা খাতকে আধুনিকায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিজ যে বিমা করে না, সেটা ঠিক না। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, গার্মেন্টসে শুধু আগুন লাগত। হঠাৎ আমার নজরে পড়ল, কোনো কোনো গার্মেন্টস আমি নাম বলতে চাই না, কিছু দিন পরপরই খালি তাদের আগুন লাগে। আর তাতেই এসে টাকা চায়, মোটা অঙ্কের টাকা চায়। তখন আমি ইনস্যুরেন্স কোম্পানিকে বললাম, এখন টাকা দেবেন না, আমি তদন্ত করব। আমি আলাদাভাবে বিশেষভাবে তদন্ত করব।

মার্চ মাস আমাদের সংগ্রামের মাস উল্লেখ করে তিনি বলেন, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। জাতির জনকের ৭ মার্চের ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

ছয় দফা প্রণয়ন সর্ম্পকে শেখ হাসিনা বলেন, ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই ছয় দফা প্রণয়ন করেছিলেন বাবা। পুরো জিনিসটা টাইপ করেছিলেন মোহাম্মদ হানিফ। পরে এটা একজন বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে ট্রান্সলেশন করা হয়। আমাদের যে স্বাধীনতা অর্জন বা ছয় দফা প্রণয়ন, ছয় দফার ভিত্তিতে ৭০ এর নির্বাচন- সবই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই করা হয়। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ইন্স্যুরেন্সের এক যোগসূত্র রয়ে গেছে, এটা বাস্তবতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্যুরেন্স কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





জাতীয় এর আরও খবর

<small>স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী</small> বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু জীবনকে উৎসর্গ করেছিলেন’ স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু জীবনকে উৎসর্গ করেছিলেন’
প্রাথমিক বিদ্যালয়ে রমজানেও চলবে ক্লাস প্রাথমিক বিদ্যালয়ে রমজানেও চলবে ক্লাস
<small>সিএনএন’কে প্রধানমন্ত্রী</small>ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত সিএনএন’কে প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত
নির্বাচন কমিশনকে অবাধ-নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অবাধ-নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে : প্রধানমন্ত্রী
নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন : প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন : প্রধানমন্ত্রী
বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
<small>প্রধানমন্ত্রীর নির্দেশ </small>অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের চাল-আটা বিক্রি প্রধানমন্ত্রীর নির্দেশ অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের চাল-আটা বিক্রি
বিমানবন্দরে হবে ল্যান্ডমার্ক পথচারী আন্ডারপাস বিমানবন্দরে হবে ল্যান্ডমার্ক পথচারী আন্ডারপাস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক
ডায়াবেটিক নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থদেহ, সুস্থ মনভোলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন
মেঘনা ও তেতুলিয়া নদীতে .ভোলায় টানা দুই মাসের জাটকা সংরক্ষণ অভিযান
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
নতুন গবেষণাপৃথিবীর অভ্যন্তরীণ স্তরটি লোহার একটি প্রশস্ত বল
লাল গোলাপ যে অর্থ বহন করে
বিপিএল ২০২৩রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে খুলনাকে হারালো কুমিল্লা
ঠিক হয়নি সাবমেরিন ক্যাবল৭ মাস অন্ধকারে মাঝেরচর ও মদনপুরবাসী
যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত