ভোলায় গরম বিটুমিন নিক্ষেপে ঝলসে গেলো অটো চালকের হাত-পা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় গরম বিটুমিন নিক্ষেপে ঝলসে গেলো অটো চালকের হাত-পা
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলায় প্রভাবশালী এক ঠিকাদারের শ্রমিকদের নিক্ষেপ করা গরম বিটুমিনের আঘাতে ঝলসে গেলো অটোচালকের

হাসপাতালে ভর্তি আহত ফিরোজ

মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পাতাখোলা মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অটোচালক নিজেই দৌঁড়ে ভোলার সদর হাসপাতালে ছুটে আসেন এবং হাসপাতালে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শী ও আহত অটোচালক জানান, গত কয়েকদিন যাবত যুগিরঘোল থেকে শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলছে। অটোচালক ফিরোজ শান্তিরহাট থেকে ভোলা সদরের দিকে রওনা হয়ে পাতাখোলা মসজিদের সামনে আসলে সেখানে পিচ ঢালাইকৃত রাস্তায় ভুলবশত তার অটোর চাকা উঠে যায়। বিষয়টি নজরে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই কাজের দায়িত্বে থাকা শ্রমিকরা। কিছু বুঝে ওঠার আগেই এক শ্রমিক তার হাতে থাকা গলন্ত বিটুমিনের কেতলি থেকে প্রচন্ড গরম বিটুমিন অটোচালক ফিরোজের উপর নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে অটোচালকের ডান হাত ও ডান পায়ে ফুটন্ত গরম বিটুমিন পড়ে অনেকাংশে ঝলসে যায়। অবস্থার বেগতিক দেখে অটোচালক নিজেই দৌঁড়ে গিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। এরপর ইমারজেন্সিতে প্রাথমিকভাবে তার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন কর্তব্যরত চিকিৎসক। আহত অটো চালক ফিরোজ সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ছেলে।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ওই সড়ক সংস্কারের দায়িত্বে থাকা একাধিক শ্রমিককে জিজ্ঞেস করেও কারো কাছ থেকেই কোন ধরনের সদ উত্তর পাওয়া যায়নি।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন ফকির।

বাংলাদেশ সময়: ২০:৫৮:২৭   ৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ