লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।। শাশুড়ী গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।। শাশুড়ী গ্রেফতার
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে টয়লেট থেকে নুরজাহান বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার শাশুড়ি রানু বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

মরদেহ উদ্ধারএর আগে শনিবার সন্ধ্যায় উপজেলায় বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ি থেকে ওই গৃহবধূ মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে তার মেয়ের স্বামী ও শাশুড়িকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
২৬ বছর বয়সী নিহত ওই গৃহবধূর নাম নূরজাহান বেগম। তিনি ওই বাড়ির কবিরের স্ত্রী। তাদের দম্পতির ৭ বছরের এক ছেলে রয়েছে।

এ ঘটনায় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নূরজাহানের বাবা আব্দুল মতিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। মামলার অভিযোগের ভিত্তিতে তার শাশুড়ি রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। এ জন্য নূরজাহান বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা গিয়ে আমাদের খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৫   ৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ