ভোলায় ২০ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ।। আটক ৮

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ২০ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ।। আটক ৮
রবিবার, ৩ এপ্রিল ২০২২



 

আকতারুল ইসলাম আকাশ।। স্টাফ রিপোর্টার।। ভোলাবাণী।।

শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ২০ কোটি টাকার বিদেশি কাপড়সহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৩ এপ্রিল) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গত ১ এপ্রিল সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক লে. কাজী আল-আমিনের নেতৃত্বে ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীর তুলাতুলি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

 

ভোলায় ২০ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ।। আটক ৮অভিযানে নদী এলাকায় একটি বাল্কহেড তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ হাজার ৭৭৩ পিস উন্নতমানের বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

এ সময় বাল্কহেডে থাকা আট পাচারকারীকে আটক করা হয়। আটকরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পশ্চিম চর হুগলা গ্রামের মৃত কাদের ফরাজির ছেল মো. শহীদ (৩২), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার গোসিয়াখালী গ্রামের ফজলুল হকের ছেলে মো. মফিজুল ইসলাম (৪২), ঢাকা ডেমরার মো. শামসুদ্দিন মিজির ছেলে মো. ইসমাইল (৪২), বাগেরহাট হাটের রামপালের কালিকা বাড়ী গ্রামের মো. রুমান হাওলাদার (৩৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতার কান্দা এলাকার বাসিন্দা মেরান মিয়ার ছেল মো. আলী মিয়া (২৮), মো. বিল্লাল মিয়া (২২), মো. শহীদ মিয়া (৪৫) এবং (৮) মো. জাফর মিয়া (৫২)।

জব্দ করা কাপড়সহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪০   ৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ