মনপুরায় ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে নিম্মাঞ্চল প্লাবিত, বিচ্ছিন্ন হওয়ার পথে সংযোগ সড়ক

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে নিম্মাঞ্চল প্লাবিত, বিচ্ছিন্ন হওয়ার পথে সংযোগ সড়ক
মঙ্গলবার, ২৫ মে ২০২১



মোঃ ছালাহ উদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি॥

ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে মেঘনায় অস¦াভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। ফলে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে হাজীর হাট ও সাকুচিয়া সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পথে। নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়ীবাঁধের বাহিরে অবস্থি বাড়ি-ঘরগুলো ডুবে গেছে। এতে করে মানুষ চরম দূর্ভোগে পড়েছে।

অতিজোয়ারে প্লাবিত এলাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার দুপুরের জোয়ার অতিমাত্রায় প্রবাহিত হওয়ায় হাজীর হাট ইউনিয়নের সোনার চর এলাকায় পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবেশ করে উত্তর চরযতিন এবং সোনার চর এলাকার অধিকাংশ বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে।এছাড়া দাসের হাট এলাকায় বেড়ীবাধের বাহিরে অবস্থিত বাড়ি-ঘরগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে। বিচ্ছিন্ন কলাতলীর চর, ঢালচর, চর মামুনসহ কয়েকটি চর ডুবে যাওয়ায় খবর পাওয়া গেছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্ধী হয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছে।

এদিকে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার হাজীর হাট থেকে সাকুচিয়া যাওয়ার প্রধান সড়কটির নীচ থেকে জোয়ারের তীব্রতায় মাটি সরে গিয়ে প্রবলবেগে জোয়ারের পানি ভিতরে প্রবেশ করতে দেখা গেছে। যেকোন সময় সড়কটি বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।

সড়কটি বিচ্ছিন্ন হলে উপজেলার সাথে দুইটি ইউনিয়নের সহজ যোগাযোগ বি”িছন্ন হয়ে যাবে। এতে করে ভোগান্তিতে পড়বে হাজারো মানুষ।

খবর পেয়ে ঝুকিপূর্ন সংযোগ সড়কটি পরিদর্শন করেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চেীধূরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান বলেন, কোথাও বেড়ীবাঁধ বিচ্ছিন্ন হয়নি। তবে পাড়া সড়কের যেস্থানে পানি প্রবেশ করছে সেখানে জিও ব্যাগের বস্তা ফেলবেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, অতিজোয়ারে ৪টি গ্রামে পানি প্রবেশ করেছে। সবগুলো এলাকা পরিদর্শন করেছি। ৫টি স্থানের বেড়ীবাঁধ বিচ্ছিন্ন ছিল, তার মধ্যে এপর্যন্ত ৪টির সংস্কার হয়ে গেছে, বাকি ১টির কাজ চলছে। ঘূর্নিঝড় মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:১৫:০১   ৬৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ