ভারতে বিজেপি’র নির্বাচনী প্রচারনায় হামলা : বিধায়কসহ নিহত ৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতে বিজেপি’র নির্বাচনী প্রচারনায় হামলা : বিধায়কসহ নিহত ৫
বুধবার, ১০ এপ্রিল ২০১৯



---ভোলাবাণী বিশ্বভূবনঃ

ভারতের ছত্তিসগড়ে বিজেপি’র এক নির্বাচনী প্রচারনা বহরে হামলা চালিয়েছে দেশটির মাওবাদী বিদ্রোহীরা।

মঙ্গলবার ছত্তিসগড়ের দন্তেওয়াড়ায় মাওবাদীদের এই হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিজেপি’র বিধায়ক ভীমা মাণ্ডভির রয়েছেন। এছাড়া তার কনভয়ের নিরাপত্তায় থাকা আরো চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে দেশটির স্থানীয় খবরে বলা হয়েছে। হামলার পর থেকেই চলছে গোলাগুলি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের মাত্র দুদিন আগে এ হামলার ঘটনাটি ঘটলো।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, দন্তেওয়াড়ায় ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

পুলিশ জানিয়েছে, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি নিহত হয়েছেন। তার প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার দেশটির ছত্তীসগড়েও প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।

বাংলাদেশ সময়: ৭:১২:৫২   ২০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ