ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব অটিজম সচেতন দিবস।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব অটিজম সচেতন দিবস।
বুধবার, ৩ এপ্রিল ২০১৯



---স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।। ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব অটিজম সচেতন দিবস।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। পরে জেলা প্রশাসক এর মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী গোলাম কবীর এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন, সিভিল সার্জেন রথীন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন আহমেদ, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আজাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মো; কাদের, ব্র্যাক প্রতিনিধি মো: আশরাফুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। তারা একটু ভালোবাসা আর একটু যতœ পেলে অনেক কিছু করার ক্ষমতা রাখে। বর্তমান সরকার অটিজম শিশুদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে অটিজম আক্রান্ত শিশুরা প্রশিক্ষণ নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখতে সক্ষম। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের মতো করে দেশের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরও ডিজিটাল সেবার তৈরি করতে হবে।

বাংলাদেশ সময়: ৭:৪৬:০৩   ২০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ