অতিরিক্ত ৪শতাংশ কর্তনের বিষয়ে শিক্ষা অধিদপ্তরের ডিজি’র সাথে শিক্ষক নেতাদের আলোচনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » অতিরিক্ত ৪শতাংশ কর্তনের বিষয়ে শিক্ষা অধিদপ্তরের ডিজি’র সাথে শিক্ষক নেতাদের আলোচনা
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক এর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (৪ মার্চ) বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি জনাব মো. সাইদুল হাসান সেলিমের নেতৃত্বে এ সাক্ষাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. আব্দুল খালেক, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দরা মহা-পরিচালকের নিকট অবসর ও কল্যাণ ট্রাস্টে বর্ধিত সুবিধা না দিয়ে ৪ শতাংশ কর্তনে শিক্ষকদের কোন লাভ হবে না তাদের যুক্ত তুলে ধরেণ। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও শিক্ষক নেতাদের যুক্তি উপস্থাপনের পর মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক বলেন অবসর ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপনটি অমানবিক। এটি স্থায়ীভাবে বাতিলের জন্য উচ্চ পর্যায়ে জানাবেন বলে আশ্বস্ত করেন।
এসময় তিনি শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি টাইমস্কেল প্রদানের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে শিগ্রই টাইম স্কেল চালু করবেন বলে উল্লেখ করেন।
আলোচনা কালিন সময়ে সেখানে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। তিনিও শিক্ষকদের সমস্যাবলী সংসদে উত্থাপন করবেন বলে আশ্বস্ত করেন শিক্ষক নেতাদের।
প্রসঙ্গত:- অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে বর্ধিত সুবিধা না দিয়ে উল্টো বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের জন্য বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম দীর্ঘ দিন ধরে প্রতিবাদ-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি এবং সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যহত রেখেছেন।

বাংলাদেশ সময়: ৭:২৩:০১   ২২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥

আর্কাইভ