বোরহানউদ্দিনে মিথ্যা মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে মিথ্যা মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন
রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯



আব্দুল মালেক॥ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধি:
---মিথ্যা মামলার প্রতিবাদে ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো: শাহজাহান হাওলাদার পিতা মৃত: জয়নাল আবেদিন হাওলাদার সাংবাদিক সম্মেলন করেন। রবিবার বিকাল ৩টায় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব কার্যালয়ে তিনি লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন হয়রানীর তুলে ধরে বলেন, আমি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছি। আমার মুক্তিযোদ্ধ সনদ নং- ম-৮৭৩২৬ এবং স্বারক নং-ভোলা-৬২/২০০২/৭৬৭। গেজেট নং ৩৬৬, তারিখ- ১৭-০৪-২০০৫। লাল মুক্তিবার্তা নম্বর ০৬০৪০৬০১৬৯। যুদ্ধে আমার আত্বত্যাগের স্বীকৃতি স্বরুপ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছি।
কিš‘ আমার পারিবারিক প্রতিপক্ষ চাচাতো ভাই মো: লোকমান হোসেন হাওলাদার, পিতা-মৃত নুরুল হক হাওলাদার পারিবারিক জমিজমা বিরোধের জের ধরে দীর্ঘ দিন আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন মিথ্যা হয়রানি মুলক মামলা ও হুমকি ধমকি দিয়ে আমাকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্র¯’ করে আসছে। হয়রানি মূলক মামলাগুলো, বিজ্ঞ আদালতে আমার পিতা মরহুম জয়নাল আবদিন এর নামে মৃত্যুর প্রায় ২৫ বছর পর দেওয়ানী মামলা করেন। যাহা নং ১৩/১৮। এ মামলাটি চলমান রয়েছে। এ মামলায় ক্ষান্ত না হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজী মামলা করেন যার নং- এম.পি নং ৬৪/১৮। যাহা হতে আমি ১৯-১২-১৮ ইং তারিখে খালাস পাই। তিনি লিখিত বক্তব্য আরোও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় অভিযোগ দিলে ১১৬৭ নং স্বারকে তারিখ ৮-১১-২০১৮ ইং অনুসন্ধ্যানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার ভোলা কে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার, লালমোহন সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) কে তদন্তের দায়িত্ববার দিলে তিনি তদন্ত করে আমাদের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি ব্যাপক অনুসন্ধ্যান পূর্বক জানতে পেরেছে এবং আমার মুক্তিযোদ্ধার সকল তথ্যদি সঠিক পেয়ে প্রতিবেদন দাখিল করেন। অনুসন্ধানপূর্বক প্রতিবেদন স্বারক নং পু:অ:ভোলা/অপরাধ-২০১৮/৪৭৩২/ভি, তারিখ: ২৩-১১-২০১৮ খ্রি: এবং পুলিশ হেডকোয়াটার্স, ঢাকার স্বারক নং ৪৪.০১.০০০০.০৩৬.০২.০১৪.১৮-১৫৬৫, তারিখ ১৫-১১-২০১৮ খ্রি:। যাহা প্রতিপক্ষের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
উল্লেখিত মামলাগুলো মহামান্য আদালত ও তদন্ত কর্মকর্তা কর্তৃক মিথ্যা প্রমানিত হয় এবং কিছু মামলা এখনও চলমান আছে। তারপরও আমার প্রতিপক্ষ লোকমান হোসেন হাওলাদার ক্ষান্ত হয়নি তিনি ধারাবাহিকভাবে এখনও মামলা মোকদ্দমা সহ বিভিন্ন সরকারি দপ্তরে আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়ে যা”েছ। এমন কি আমার মরহুম ভাই মো: কাঞ্চন হাওলাদারের মার্ডার মামলার আসামীদের সঙ্গে নিয়া জোট করে আমার পরিবার ও আমার জীবন অতিষ্ঠ সহ জীবন নাশের চেষ্টা চালিয়ে যা”েছ যা আমি একজন মহান মুক্তিযুদ্ধের আত্বত্যাগকারী যোদ্ধা হিসাবে সমাজ ও রাষ্ট্রের কাছে এর প্রতিকার চা”িছ যাতে সমাজে আমি সাধারন ও নিরিবিলি জীবন ধারন করতে পারি তাহার ব্যব¯’া করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০৬   ২৮৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ