একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
বুধবার, ২৮ নভেম্বর ২০১৮



আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও হাবিবুল হাসান রুমি’র নিকট মনোনয়নপত্র জমা দেন।।ভোলাবাণী ।।লালমোহন প্রতিনিধি ॥একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৫ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বুধবার বেলা সাড়ে ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও হাবিবুল হাসান রুমি’র নিকট মনোনয়নপত্র জমা দেন। বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ একদিন আগে মঙ্গলবার প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসসের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের হাতে মনোনয়ন ফরম জমা দেন ইসলামি আন্দোলনের (হাত পাখা) প্রার্থী মাওঃ মোসলেউদ্দিন। এছাড়া বিকেল সাড়ে ৩টায় মনোনয়ন জমা দেন জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী নূরুন নবী সুমন। অরদিকে দুপুর ১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির আরেক প্রার্থী এডভোকেট কামাল হোসেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন সাংবাদিকদের বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন হবে। সেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতে পারেন বলে আশা করি। এখন যেমন পরিবেশ আছে, এমন থাকলে আমার মনে হয় একটি গ্রহযোগ্য নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য আমাকে আপনাদের কাছে তৃতীয় বারের মতো নৌকা নিয়ে পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিবো। এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন,সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৪   ৩৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়

আর্কাইভ