ভোলায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত
বুধবার, ৩ অক্টোবর ২০১৮



---ছোটন সাহা ॥বিশেষ সংবাদদাতা ॥ভোলাবাণী

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ৩দিন ব্যাপী এ উন্নয়ন মেলা শুরু হতে যাচ্ছে। শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়েছে এবং এ মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতি সভায় সাংবাদিকদের এ তথ্য তুলে ধরেন ভোলার জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
তিনি জানান, এ বছর উন্নয়ন মেলায় ১১০ টি স্টল থাকবে। সরকারি বিভিণœ দপ্তরের স্টল থেকে সরকারের গত ৯/১০ বছরের বিভিন্ন উন্নয়ন এবং অর্থনৈতিক ও সামাজিক অর্জনসমূহ চিত্র ‘ভিডিও, স্থির চিত্র ও প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হবে। এছাড়াও মেলায় প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগহনে উদ্বোধনী দিনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে মেলা প্রঙ্গনে গিয়ে শেষ হবে। এ সময় জেলা প্রশাসক মেলার সংবাদ পরিবেশনের গুরুপ্ত তুলে ধরে সাংবাদিকদের মেলার শেষ দিন পর্যন্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশের আহব্বান জানান।
প্রেস বিফিং-এ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী মাহামুদুল রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসাইন, ভোলা প্রেসকাবের আহবায়ক এমএ তাহের, সাবেক সভাপতি বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলার বানী সম্পাদক মো: মাকসুদুর রহমান, যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু প্রমুখ। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ারকর্মীগন উপস্থিত ছিলেন।
এদিকে মেলা উপলক্ষে ইতমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠকে প্রস্তুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪২:১৫   ২৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ