সামাজিক সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টাই পারে বাল্যবিবাহ রোধ করতে- ভোলা জেলা প্রশাসক

প্রথম পাতা » প্রধান সংবাদ » সামাজিক সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টাই পারে বাল্যবিবাহ রোধ করতে- ভোলা জেলা প্রশাসক
বুধবার, ৩ অক্টোবর ২০১৮



  ভোলায় ডিস্ট্রিক লেসন লার্ন শেয়ারিং সভা অনুষ্ঠিতআদিল হোসেন তপু।।বিশেষ প্রতিনিধি ।।ভোলাবাণী।।

ভোলা বাল্য বিয়ে প্রতিরোধে ধারাবাহিক বিভিন্ন কার্যক্রম এর অংশ হিসাবে ডিস্ট্রিক লেসন লার্ন সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহরোধ কর্মসূচি (আইইসিএম)প্রকল্প এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। ¯’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান এর সভাপত্বিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন- ইউনিসেফ বাংলাদেশ এর চিফ অফ ফিল্ড সার্ভিসেস সায়রোজ মাওজি। এসময় আরো উপ¯ি’ত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মৃধা মো: মোজাহিদুল ইসলাম, ইউনিসেফ এর বরিশাল বিভাগের চিফ ফিল্ড অফিসার ইমানুয়েল গাই মাবর, ইউনিসেফ এর ওয়াশ ( ওয়াটার এন্ড স্যানিটেশন)কর্মকর্তা মো: ফোরকান আহমেদ, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মমিনুনেছা শিখা, প্লানিং এ্যান্ড মনিটরিং অফিসার আলমুমিন মো: গোলাম সারওয়ার,এর এডুকেশন অফিসার রুবাইয়া মনজুর প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন-কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম,এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আবদুস সালাম,প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ, কোস্ট ট্রাস্ট আইসিএম সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীষ মজুমদার,নলীনি দাশ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অসীম সাহ,আইসিএম প্রকল্পের এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন- কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রজেক্ট সম্মনয়কারী মো: মিজানুর রহমান।
এসময় সভায় বলা হয়, বে-সরকারি উন্নয়ন সং¯’া কোস্ট ট্রাস্ট গত ৩ বছর ধরে সরকারের পাশাপাশি ভোলা ৩ টি উপজেলায় ( ভোলা,লালমোহনও চরফ্যাশনে) বাল্য বিয়ে প্রতিরোধে ও আটশত কিশোরী ক্লাব নিয়ে ধারাবাহিক ভাবে শিশুসুরক্ষায় কাজ করে যা”েছ।এর অংশ হিসাবে আগামীতে মনপুরা উপজেলায় কাজ করতে যা”েছ। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরীদের বিভিন্ন প্রশিক্ষন এর মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হ”েছ। গত এক বছরে এই প্রকল্পের মাধ্যমে ১৩৮ বাল্য বিয়ে বন্ধ করা হয়। এছাড়াও শিশু বিবাহর হ্রাস করতে ও প্রতিবন্ধি শিশু সহ প্রায় ৫০৮ জন শিশুকে “শিশু সুরক্ষা বৃত্তি ”প্রদান করা হয়। আগামীতে ভোলা জেলাকে বাল্য বিয়ে মুক্ত জেলা করতে সরকারের পাশাপাশি কোস্ট ট্রাস্ট ৪ টি উপজেলায় কাজ করবে। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বাল্যবিবাহ একটি বড় বাধা। এর ফলে আমাদের সমাজের মেয়েদের সঠিক ভাবে বেড়ে উঠতে পারেনা। তাই শিশু বিয়ে বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এসময় তিনি আরো বলেন, বাল্যবিবাহ সংকুচিত করে দেয় নারীর পৃথিবী। সামাজিক সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টাই কেবল বাল্যবিবাহ রোধ করে সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে।

বাংলাদেশ সময়: ১০:২৮:১৪   ৩৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ