আজ বিদায় নিবেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার

প্রথম পাতা » ভোলার শিক্ষা » আজ বিদায় নিবেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮



---এম মইনুল এহসান ॥ভোলাবাণী ।।
আজ ৪ সেপ্টেম্বর বিদায় নিবেন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১১ সালের ২৫ আগস্ট যোগদান থেকে দীর্ঘ ৭ বছর দায়িত্ব পালনের পর আজ অবসর নিবেন তিনি। সরকারী নিয়ম অনুযায়ী তিনি বিদায় নিলেও তার কর্মময় স্মৃতি রবে চিরকাল। অম্লান হয়ে থাকবেন ভোলা সরকারী কলেজের ইতিহাসের পাতায়।
ভোলা সরকারী কলেজকে আধুনিক, মানসম্মত, সুসজ্জিত পরিবেশ, হানাহানি, রাজনৈতিক সংকটমুক্ত, শিক্ষাবান্ধব কলেজে রুপান্তরিত করার জন্য তিনি যেই অবদান রেখেছেন তার জন্য আদর্শ হয়ে থাকবেন পরবর্তী অধ্যক্ষ ও তার সহকর্মীদের মাঝে। চিরস্মরণীয় হয়ে থাকবেন মায়ের মত ¯েœহে গড়া সন্তান তুল্য হাজার হাজার শিক্ষার্থীর মাঝে।
ভুলবে না, পারভীন আখতার আপনাকে ভুলবে না আপনার সন্তানতুল্য শিক্ষার্থীরা। সারা দেশে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সংকট-সমস্যায় জর্জড়িত সেই মুহুর্তেই প্রফেসর পারভীন আখতারের নেতৃত্বে ভোলা সরকারী কলেজ রুপান্তরিত হলো ভোলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে। হতাশার সাগরে তিনি জ্বালিয়েছিলেন আশার বাতিঘর। দক্ষ নাবিকের মত ভোলা সরকারী কলেজকে নিয়ে গিয়েছিলেন সাফল্যে চূড়ায়।
১৯৮৪ সালে সরকারী ফজিলতুন নেসা মহিলা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে চাকুরী জীবনের শুরু। ৯৬ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সরকারী বিএম কলেজে সহযোগী অধ্যাপক, ২০১০ সালে অধ্যাপক পদে পদন্নোতি পান তিনি। ২০১১ সালে ২৫ আগস্ট অধ্যক্ষ হয়ে যোগদান করেন ভোলা সরকারী কলেজে।
২০১১ সালে তার যোগদানের পূর্বে ভোলা সরকারী কলেজের চিত্র আর আজকের চিত্র আমুল পরির্বতন। ৩ তালা একজামিনেশন হল, বিজ্ঞান ভবন, ৩ তলা বানিজ্য ভবন, ৫ তলা ছাত্রী হোস্টেল, একাডেমিক ভবন সহ বিভিন্ন স্থাপনা গড়ে আমুল পরির্বতন করেছেন ভোলা সরকারী কলেজের ক্যাম্পাসকে।
২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভোলা কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক শিক্ষার্থীই আগ্রহ দেখাতো না। কিন্তু আজ ভোলা সরকারী কলেজে ভর্তির জন্য রিতীমত যুদ্ধ চলে। কয়েকশত ছিটের জন্য হাজার হাজার এসএসসি পাশ করা শিক্ষার্থী আবেদন করে।
সে সময় ভোলা কলেজে শ্রেনী ও শিক্ষকের সংকট ছিল প্রকট। কিন্তু আজ কলেজে তেমন শ্রেনী সংকট নেই। সারা বাংলাদেশের হাতেগনা ৮/১০টি কলেজ বাদে সকল কলেজেই শিক্ষক সংকট রয়েছে। কিন্তু শিক্ষক সংকট থাকাকালিন সময়েও তিনি বিভিন্নভাবে সকল কাশ চালিয়েছেন। শিক্ষকের অভাব বুঝতে দেননি। শিক্ষকের অভাবে বাদ যায়নি কোন কাশ। সর্বশেষ গতকালকেও ৬জন নতুন শিক্ষক ভোলা সরকারী কলেজে যোগদান করেছে।
ভোলা সরকারী কলেজেকে তিনি সবসময় প্রাণবন্ত রাখতে চেষ্টা করতেন। গত ৭ বছরে ভোলা কলেজে যে পরিমান সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস, ক্রীড়া অনুষ্ঠান, নবীরবরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন তা সংখ্যার দিক থেকে আরো ১০টা সরকারী কলেজের করা মোট অনুষ্ঠানের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।
ভোলা কলেজেকে তিনি রেখেছিলেন রাজনৈতিক সংঘাত, হানাহানি মুক্ত। কলেজে ছিল না কোন বহিরাগতদের উৎপাত। এক সময় বহিরাগতদের উৎপাতে সাধারন ছাত্ররা আতঙ্কিত থাকত। আজ বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে দেখা যায় না।
শিক্ষার্থীদের সুবিধার্থে ও কলেজের সৌন্দর্য্য বর্ধনে ভোলা কলেজে বকুল তলা, আম তলা, ছায়াবিথি সহ নির্মান হয়েছে। এছাড়াও আরো কয়েকটি ভবন ও হোস্টেল তৈরির কাজ প্রক্রিয়াধীন। সর্ব মিলিয়ে ভোলা কলেজেকে তিনি নিয়ে গেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকটি কলেজ ক্যাম্পাসের তালিকায়।
ব্যক্তি জীবনেও তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন অতুলনীয় হিসেবে। আর ভোলা কলেজের অধ্যক্ষ হিসেবে ভোলা কলেজকে করেছেন সম্মানের উচ্চে আসিন। গত জানুয়ারীতে ভোলায় মহামান্য রাষ্ট্রপতির সূধী সমাবেশে সভাপতিত্ব করে নিজেকে করেছেন বিরল সম্মানের অধিকারী। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে নিজেকে করেছেন ধণ্য।
তার বিদায় উপলক্ষে গত এক মাস ধরে কলেজের বিভিন্ন বিভাগ, সংগঠন সহ অনেকে তাকে বিদায় জানিয়েছেন চোখের জলে। আজ ভোলা সরকারী কলেজে তার চাকুরী জীবনের শেষ দিনে তার ইহকালিন ও পরকালিন মঙ্গল কামনা করে সবাই তাকে বিদায় জানাবে। বিদায় প্রফেসর পারভীন আখতার বিদায়। আপনাকে আমরা জানাই লাল সালাম।

বাংলাদেশ সময়: ৬:৪৯:১৯   ৫৫৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলার শিক্ষা’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ
হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত রোজায় খোলা থাকবে স্কুল
গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠানে ভোলার ৮৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
মনপুরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীত অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
লালমোহন নির্মিত হচ্ছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন
লালমোহনে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

আর্কাইভ