নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলারে যাত্রী পারাপার

প্রথম পাতা » প্রধান সংবাদ » নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলারে যাত্রী পারাপার
বুধবার, ২৯ আগস্ট ২০১৮



---স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।।
ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তল মেঘনায় ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার করছে স্থানীয় একটি চক্র। ইলিশা ঘাটে এ ব্যবসায় জড়িত রয়েছে নুরুল ইসলাম, সবুজ, মোসলেউদ্দিনসহ একটি গ্রুপ। এদের সেল্টারে রয়েছেন সরোয়ার্দ্দি মাস্টার। যাত্রী প্রতি দুইশ থেকে তিন’শ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এক এক ট্রলারে দেড়শ থেকে ২’শ যাত্রী তোলা হচ্ছে। এমন অভিযোগ যাত্রীদের। এদিকে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটকে কোস্টাল ডেঞ্জার রুট হিসেবে চিহ্নিত করে বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ওই রুটে সি-সার্ভে সনদ ব্যতিত অন্য সব ধরনের নৌ-যানে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে নৌ-মন্ত্রনালয়। এ রুটে বিআইডব্লিউটিএ’র অনুমোদিত ৪টি সি-ট্রাক, দুটি বড় লঞ্চ চলাচল করছে বলে জানান, বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক। কোন প্রকার ছোট বা ট্রলারে যাত্রী বহন করা যাবে না বলেও জানান ওই কর্মকর্তা। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ট্রলার চলার অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় মদিনার আলো, তালুকদার এন্টার প্রাইজ, মায়ের দোয়া এমন নামের বালি টানার বিভিন্ন আকারের ট্রলারে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ওঠতে বাধ্য করা হচ্ছে। উত্তাল মেঘনা পাড়ি দিতে অনেকটা ডুবো ডুবো অবস্থা সৃষ্টি হয় বলেও যাত্রীরা জানান। ভোলা সরকারি কলেজের ছাত্র রাজিব জানান, চট্টগ্রাম থেকে নাইট কোচে লক্ষ্মীপুর আসার পর সকাল ১০টায় সি-ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় এক যুবক এসে তাদের অনেকটা জোর করে ট্রলারে পাড়ি জমাতে প্রলুদ্ধ করে। উত্তাল নদীতে তাদের ট্রলার ডোবার অবস্থা হয়ে ছিল। অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। বৈধ নৌ-যানে যাত্রীদের বাধা দিয়ে এরা ট্রলারে যাত্রী বহন করে হাতিয়ে নিচ্ছে টাকা এমন অভিযোগ রয়েছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট ও ফেরি ঘাটে অবস্থানকারী কয়েক যুবকের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ৮:২৪:০৪   ৬৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ