ভোলায় জোড়া খুনের আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জোড়া খুনের আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
রবিবার, ২৪ জুন ২০১৮



---বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী।। ভোলার বাপ্তায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি মামুন ও ফিরোজসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় নতুন বাজার প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচীতে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া সাধারণ মানুষের স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।

পরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জাহিদের ভাই জাকির হোসেন অভিযোগ করেন, ডাবল হত্যাকাণ্ডের পর ৩৭ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে। সবাই মনে করেছিল দুয়েকদিনের মধ্যে খুনিরা গ্রেফতার হবে কিন্তু এতদিনেও খুনিরা গ্রেফতার না হওয়ায় জনসাধারণের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ সময় তিনি দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। সংবাদ সম্মলনে নিহতের পরিবারের সদস্যরাসহ এলাকাবসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মে জমি নিয়ে বিরোধের জের ধরে মাসুম ও তার শ্যালক জাহিদকে হত্যা করে মামুন।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৫৬   ৪৭৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ