সোমবার, ১৮ জুন ২০১৮

চরফ্যাশনে কুকুরের কামড়ে আক্রান্ত ৩১,সরকারি হাসপাতালে মিলছে না ভেকসিন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে কুকুরের কামড়ে আক্রান্ত ৩১,সরকারি হাসপাতালে মিলছে না ভেকসিন
সোমবার, ১৮ জুন ২০১৮



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
শনি ও রবিবার চরফ্যাশন পৌরশহরসহ বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে নারী পুরুষসহ ৩১ জন আক্রান্ত হয়েছে। কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে শনিবার ২২জন এবং রবিবার ৯জন জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জাহিদ হোসেন নিশ্চিত করেন। রবিবার কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন, মাওলানা ফরিদ উদ্দিন(৪২),মো.হোসাইন(৭০),ইতু(১),কুলছুম(৮), আদনান(৬), ওবায়েদুর রহমান(৫৮),সাথী(২৫),ইদ্রিস(৩০) ও পারভেজ(২৪)।
হঠাৎ করে কুকুরের এমন আক্রমনে চরফ্যাশন পৌর শহরসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।
রোগীদের অভিযোগ, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীরা হাসপাতালে এলেও মিলছেনা ভ্যাকসিন। ফলে তারা বাজারের বিভিন্ন ফার্মেসী থেকে ভেকসিন কিনতে হচেছ।
অনেক অস্বচ্ছল পরিবার টাকার অভাবে ভ্যাকসিন না দিয়েই প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে নিয়ে বাড়ি ফিরছেন বলে জানাগেছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শোভন কুমার বসাক জানান,জেলা সদর হাসপাতালে ভেকসিন সরবরাহ আছে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ না থাকায় আমরা দিতে পারছিনা। আমরা জেলা সদর হাসপাতালে গিয়ে ভেকসিন নেয়ার জন্য আক্রান্ত রোগীকে পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ সময়: ০:৫১:৩৫   ৪৬৬ বার পঠিত  |