শনিবার, ১৬ জুন ২০১৮

টাওয়ার এবং শিশু পার্ক নির্মান করা হয়েছে চরফ্যাশন বাসির মনরঞ্জনের জন্য ——উপমন্ত্রী জ্যাকব

প্রথম পাতা » চরফ্যাশন » টাওয়ার এবং শিশু পার্ক নির্মান করা হয়েছে চরফ্যাশন বাসির মনরঞ্জনের জন্য ——উপমন্ত্রী জ্যাকব
শনিবার, ১৬ জুন ২০১৮



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥ পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন টাওয়ার এবং শিশু পার্ক নির্মান করা হয়েছে চরফ্যাশন বাসির মনরঞ্জনের জন্য। আমি যখন টাওয়ার নির্মান করি তখন আশ পাশের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।  তখন হাতেগনা কিছু লোক এর বিপক্ষে ছিল। কিন্তু চরফ্যাশনের লাখ লাখ মানুষ আমাকে সহযোগিতা করেছে। আর একারনে আমি টাওয়ার নির্মান পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয়েছি। শুক্রবার রাতে চরফ্যাশন পৌরসভার দৃষ্টিনন্দন ফ্যাসন স্কয়ারে নয়নাভিরাম ও মনমুগ্ধকর মিউজিক্যাল ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপমন্ত্রী বলেন, চরফ্যাশনে এই পার্ক নির্মান করা হয়েছে সারা বাংলা দেশের কাছে চরফ্যাশনকে সম্মানিত করার জন্য এবং গৌরব বৃদ্ধি করার জন্য। জাতির জনকের সবচেয়ে আদরের সন্তান শেখ রাসেলের নামে শিশুপার্কের নাম করণ করা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সাথে চরফ্যাশনের মাটি আর মানুষের হৃদয়ের বন্দন সৃষ্টি করার জন্য। এই বছর আমাদের জন্য আনন্দের বছর। এই বছর মাননীয় রাষ্ট্রপতি আমাদের টাওয়ার উদ্বোধন করেছেন। আজ আমরা নয়নাভিরাম ও মনমুগ্ধকর মিউজিক্যাল ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন করবো। আগামীকাল শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক উদ্বোধন করবো। একের পর এক উন্নয়ন করে বিস্ময়কর উন্নয়ন আমরা চরফ্যাশনবাসীকে উপহার দিচ্ছি। পৌর কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে উপমন্ত্রী বলেন, শুধু সুযোগ সুবিধা গ্রহণ করলে হবে না টাওয়ার,শিশুপার্ক এবং ফ্যাশন স্কয়ারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা পৌর কতৃপক্ষের কাজ । এসময় উপমন্ত্রী চরফ্যাশন পৌরসভার দৃষ্টিনন্দন ফ্যাসন স্কয়ারে নয়নাভিরাম ও মনমুগ্ধকর মিউজিক্যাল ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। উপমন্ত্রীর সহধর্মীনি নিলীমা নিগার সুলতানা জ্যাকব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহাম্মদ শুভ্র প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ফোয়ার উদ্বোধন কালে ফ্যাশন স্কয়ার এবং পুকুরের চার পাশ ছিল লোকে লোকারন্য ।

বাংলাদেশ সময়: ১:৩০:২২   ২৫১ বার পঠিত  |