আমার জীবন ভোলাবাসীর জন্য উৎসর্গ করেছি — ভোলায় বানিজ্য মন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » আমার জীবন ভোলাবাসীর জন্য উৎসর্গ করেছি — ভোলায় বানিজ্য মন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮



---ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি ॥

ভোলার গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আমি ভোলাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার জীবন ভোলাবাসীর জন্য উৎসর্গ করেছি। আমি ভোলার জন্য যা করেছি, বিগত জোট সরকারের আমলে তা করেনি। বুধবার বিকেলে শহরের বাংলাস্কুল মাঠে পৌর আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এ সব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বাণিজ্যমন্ত্রী নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সকালের কাছে দোয়া ও মাগফেরাত কামনা করেন। মন্ত্রী বলেন, ভোলায় প্রচুর গ্যাস ও বিদ্যুৎ রয়েছে। তা প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস পৌছে দেয়া হবে। গ্রামে এখন আর কোন সাকো দেখা যায় না। সকল সাকোগুলো ব্রীজে উন্নয়ন করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করেছি।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২ হাজার কোটি টাকা ব্যয় করে ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছি। জোট সরকারের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ এর কথা উল্লেখ্য করে বলেন, তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি ভোলার জন্য কিছুই করেননি। নদী ভাঙ্গন রোধে ৮৬ কোটি টাকা বরাদ্দ থাকার পরও তিনি তা ব্যয় করতে পারেন নি।

মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার পর বিএনপির বিরুদ্ধে কোন প্রতিশোধ নেয়নি। বিএনপির নির্যাতনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০১ সালে তৎকালীন চীফহুইপ বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভোলায় জনসভা করতে দেয়নি। লালমোহনের মালেকের ২টি চোখ উপড়ে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। সেখানকার হিন্দু মা-বোনদের প্রতি নির্মম নির্যাতন চালিয়েছে। তাদেরকে পুকুরের পানির মধ্যে রেখে নির্যাতন চালিয়েছে এবং মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে। কতটা নির্মম হলে এমন পৈচাষিক কর্মকান্ড করতে পারে।

পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু’র সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ এর সন্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আশরাফ হোসেন লাবু, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাফিয়া খাতুন, মহিলা আওয়ামীলীগ নেত্রী এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলি, পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিল এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।।

সমাবেশকে সফল করার জন্য বিকেল থেকে পৌরসভার সকল ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা বাদ্য-যন্ত্র বাজিয়ে, বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বাংলাস্কুল মাঠে এসে জড়ো হতে থাকে। সমাবেশের আগে বাংলাস্কুল মাঠ যেন জন সমুদ্রে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ৭:৩৪:৫৪   ৩৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ