ভোলায় ভুয়া ফেসবুক আইডি দিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ঝাড়ু– মিছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ভুয়া ফেসবুক আইডি দিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ঝাড়ু– মিছিল
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭



  ---------------আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।

ভোলায় ভুয়া ফেসবুক আইডি দিয়ে বাণিজ্যমন্ত্রীসহ বিভিন্ন সম্মানিত ব্যাক্তিদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার বন্ধ ও ভুয়া আইডির গডফাদারদের গ্রেফতারের দাবিতে ঝাড়– মিছিল করেছে সচেতন নাগরিক পরিষদ। এ দাবিতে বুধবার সন্ধ্যায় শহরের বাংলাস্কুল মোড় থেকে একটি ঝাড়– মিছিল বের করে তারা। মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
পরে বাংলাস্কুল মোড়ে সচেতন নাগরিক পরিষদের আহবায়ক ও ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা ধ্রুব হাওলাদার, সচেতন নাগরিক পরিষদের সদস্য মো. তুহিন, মো. শহিদুল ইসলাম, বিপ্লব তালুকদার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গত কিছু দিন ধরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর বিরুদ্ধে পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে এবং ভোলার বিভিন্ন সম্মানিত ব্যাক্তিদের বিরুদ্ধে মানহানিকর কথা লিখছে। যা ভোলার মানুষের জন্য দুর্ভাগ্যজনক। আর এ ভুয়া আইডির গযফাদারদের মদদ দিচ্ছে নাজিউর রহমান মঞ্জুর ছেলে ড. আশিকুর রহমান শান্ত। তিনি ২০০৮ সালে বিএনপি জোট থেকে ভোলা-২ আসনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে। এখন আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা বলছে। কিন্তু ভোলার মানুষ তা কখনও মেনে নেবে না। যারা রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে তাদেরকে ভোলার মানুষ কিছুতেই গ্রহন করবে না।
বক্তারা আরও বলেন, আমরা ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ভুয়া আইডির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে দ্রুত ভুয়া আইডির গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। তা করা না হলে আগামী দিনে হরতাল অবরোধসহ বড় ধরনের আন্দোলনের হুসিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ৮:৪১:০৪   ৩৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ