শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

ঠান্ডাজনিত কারণে দুই দিনে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ২০ শিশু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঠান্ডাজনিত কারণে দুই দিনে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ২০ শিশু
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭



---

আবদুল মালেক; বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ঠান্ডাজনিত কারণে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত ২ দিনে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় ২০ জন শিশু।

শিশু বিভাগে শুক্রবার সকালে ঘুরে দেখা গেছে, ঠান্ডাজনিত কারণে দেবীর চর থেকে রুমা বেগম তার ১৫ দিনের শিশু রাহাত কে নিয়ে শুক্রবার সকালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, পক্ষিয়া থেকে সাহাবুদ্দিনের ৫১ দিনের সন্তান সাহাদাত কে নিয়ে ভর্তি হয়, দেবীর চর থেকে সালাউদ্দিনের ৪ মাসের শিশু সন্তান আ: রহমান কে নিয়ে বৃহস্পতিবার ভর্তি হয়, ছোটমানিকা নুরে আলমের ১ মাসের শিশু সন্তান রমজান কে নিয়ে গত ৩ দিন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, চরজহিরউদ্দিনের নিরবের ২ দিনের শিশু সন্তান কে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, মনিরাম থেকে সহিদের ২২ দিনের শিশু সন্তান জাহিদ কে নিয়ে বৃহস্পতিবার ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া রোগে তজুমদ্দিন থেকে আরিপ হোসেনের দুই মাসের শিশু সন্তান মাইশা ও কুঞ্জেরহাট এলাকা হতে মনজুরের ৭ মাসের শিশু সন্তান মনিবা কে ভর্তি করে চিকিৎসা নিচ্ছে। এছাড়া অনেক শিশু ঠান্ডাজনিত কারণে অসুস্থ হড়ে পড়ছে।

এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা সদর হাসপাতালের টি.এস ডা. জহুরুল ইসলাম শাহিন জানান, হঠাৎ গত দুই দিন ঠান্ডা পরায় শিশুদের সর্দি, কাশি ও ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। হাসপাতালে যে সকল শিশু ভর্তি করা হয়েছে তাদের কে সঠিক ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৪   ২০১ বার পঠিত  |