ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ীতে অংশ নিচ্ছে অর্ধলক্ষ শিক্ষার্থী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ীতে অংশ নিচ্ছে অর্ধলক্ষ শিক্ষার্থী
রবিবার, ১৯ নভেম্বর ২০১৭



 

---

ছোটন সাহা ।ভোলাবাণী।
ভোলায় প্রাথমিক সমাপনি এবং ইবতেদায়ী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রস্তুত করা হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক সমাপনি এবং ইবতেদায়ী মিলিয়ে মোট পরীক্ষায় অংশগ্রহন করছে ৪৬ হাজার ১৮৪জন শিক্ষার্থী।
এরমধ্যে প্রাথমিক সমাপনিতে রয়েছে ৩৮ হাজার ৬৬৭ জন এবং ইবতেদায়ীতে রয়েছে ৭ হাজার ৫১৭জন। প্রাথমিকে জেলায় মোট কেন্দ্র ৯১ টি এবং ইবতেদায়ীতে মোট কেন্দ্র ৮৩টি। জেলায় মোট বিদ্যালয় রয়েছে ১ হাজার ৪৪টি এবং ইবতেদায়ী ৩শতাধিক।
প্রাথমিকের মোট পরীক্ষার্থীর মধ্যে বালক ১৬ হাজার ৬৩৮জন এবং বালিকা ২২ হাজার ২৯জন। অন্যদিকে ইবতেদায়ীতে মোটর পরীক্ষার্থীর মধ্যে বালক ৩ হাজার ২২৬জন এবং বালিকা ৪ হাজার ২৯১জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা গেছে।
ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার ৯১টি কেন্দ্রে প্রাথমিকে মোট পরীক্ষার্থী ৩৮ হাজার ৬৬৭জন। এর মধ্যে ভোলা সদরে ২০ টি কেন্দ্রে ৮ হাজার ৩৮৫জন, দৌলতখানের ১৫ কেন্দ্রে ৪ হাজার ১৩৩জন, বোরহানউদ্দিন উপজেলার ১২ কেন্দ্রে ৫ হাজার ১৮৯জন, তজুমদ্দিন উপজেলার ৫ কেন্দ্রে ২ হাজর ৪০জন, মনপুরা উপজেলায় ৫ কেন্দ্রে ১ হাজার ৩৬২জন, লালমোহন উপজেলার ১২ কেন্দ্রে ৬ হাজার ৪৬৯জন এবং চরফ্যাশন উপজেলার ২ কেন্দ্রে ১০ হাজার ৫৭৯জন পরীক্ষার্থী।
অন্যদিকে ইবতেদায়ীতে ৮৩ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ হাজার ৫১৭জন। যাদের মধ্যে ভোলা সদরের ১৫ কেন্দ্রে ১২৯৩ জন, দৌলতখানের ১২ কেন্দ্রে ৪৬৪জন, বোরহানউদ্দিনের ১২ কেন্দ্রে ১২২৫জন, তজুমদ্দিনের ৫ কেন্দ্রে ৩১৪জন, মনপুরার ৪ কেন্দ্রে ২৮৪জন, লালমোহন উপজেলার ১২ কেন্দ্রে ১৩২৫ জন এবং চরফ্যাশন উপজেলার ২২ কেন্দ্রে ২ হাজার ৬১২জন পরীক্ষার্থী রয়েছে।
ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে ইতমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রেগুলোতে ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে। কোথায় কোন সমস্যা নেই। আশা করি সুষ্ঠমত প্রাথমিক সমাপতি এবং ইফতেদায়ীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৩৪   ১৮৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ