মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭

উওরদীঘলদী ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » উওরদীঘলদী ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭



---প্রতিবাদ বিবৃতি:-

গত ১৩ নভেম্বর ভোলার আলো.কম অনলাইন পএিকায়  “” ভোলায় ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে দেয়ায় উওরদীঘলদীর ২ ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ “” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।আমার প্রতিপক্ষ জামাল মেম্বার  মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক ভাইদের বিভ্রান্ত করেছেন যা অত্যন্ত দুঃখ জনক।প্রকাশিত সংবাদের আমি ত্রীব্র প্রতিবাদ জানাই।

সংবাদে রুবেল নামে যাকে গ্রেফতারের কথা বলা হয়েছে সেই রুবেলের সাথে আমার কোন সম্পর্ক নেই এমন কি রুবেল আমার ওয়ার্ডের বাসিন্দা নয় বরং রুবেল জামাল মেম্বারের ওয়ার্ডের বাসিন্দা।আমার সাথে কখনো মাদক বা ইয়াবা ব্যাবসায়ীদের সম্পর্ক নেই এবং আমি আমার নির্বাচিত এলাকায় সবসময় মাদক বিরোধী অবস্থানে রয়েছি যা প্রশাসন ও জানে।গত ১৩ তারিখ সন্দায় আমি গজারিয়া বাজারে অবস্থান করছিলাম। তখন হঠ্যাৎ করে জামাল মেম্বার এলাকায় প্রভাব বিস্তার এর ঘটনার জের ধরে আকবর,মনিরর,আনসার,মাজহারুল,খায়রুল এর নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক দা এবং লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা করে। তখন আমাকে বাচাতে এগিয়ে আসলে হিরু মুন্সী,আব্দুর রাজ্জাক,নাজিমুদ্দিন, আব্দুর রহমান,মফিজুল ইসলাম কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।বাকিরা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছে।জামাল মেম্বার পূর্ব প্রস্তুতি নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলার করে এবং জামাল মেম্বার এর সাথে মাদক ব্যাবসায়ী এবং মাদক গ্রহীতাদের সাথে সুসম্পর্ক রয়েছে।

বিবৃতি প্রেরক

মো: আজগর মেম্বার

ইউপি সদস্য,

৭নং ওয়ার্ড, উওরদীঘলদী ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫০   ৭৯৬ বার পঠিত  |