সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

খায়েরহাটে ৩০ শয্যা হাসপাতালের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » খায়েরহাটে ৩০ শয্যা হাসপাতালের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭



---আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গ্রামে গ্রামে আমরা ১৩ হাজার কমিউনিটি কিনিক করেছি। কিন্তুু সেটাও খালেদা জিয়া বন্ধ করে দিয়েছে। বিএনপির আমলে তারা শুধু লুট পাট করেছে। আর আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা তাদের দৌঁরগোড়ায় পৌছে দিয়েছি। এ জন্য মূল কৃতিত্ব প্রধান মন্ত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতোই তিনি যা ভাল বুঝেন তাই করেন। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খায়ের হাটে ৩০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।
ভোলা সিভিল সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কিরন তালুকদার, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:১০:৪১   ২০৮ বার পঠিত  |