সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

মনপুরার শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি সন্মনানা পদক- ২০১৭ প্রদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরার শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি সন্মনানা পদক- ২০১৭ প্রদান
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা সংবাদদাতা ॥
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তক আয়োজিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট শহিদ সফিউর রহমান মিলানায়তন ঢাকায় মনপুরার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনপুরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম কে শেরে বাংলা স্মৃতি সন্মননা পুরস্কার পদক ২০১৭ মনোনীত করে সন্মননা পুরস্কার প্রদান করেন গবেষনা পরিষদ।
শেরে বাংলা স্মৃতি সন্মননা পদক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি সৈয়দ মার্গুব মোর্শেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ।
পরে মনপুরার উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনপুরার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এর হাতে শেরে বাংলা স্মৃতি সন্মনণা পদক -২০১৭ তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ৮:০৮:৪৩   ১৬৯ বার পঠিত  |