ভোলায় ওলামা সম্মেলনে চরমোনাই পীর ॥ ‘ইসলামি শক্তিকে ক্ষমতায় আনা আলেমদের দায়িত্ব’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ওলামা সম্মেলনে চরমোনাই পীর ॥ ‘ইসলামি শক্তিকে ক্ষমতায় আনা আলেমদের দায়িত্ব’
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭



---স্টাফ রিপোটার ।।ভোলাবাণী।। ধর্মকর্মের সঙ্গে রাজনীতিও ইসলামের অংশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, এ জন্য আগামী নির্বাচনে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনা আলেম-ওলামাসহ সব মুসলমানের দায়িত্ব।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ভোলা প্রেসকাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফজলুল করিম আলেমদের জন্য বিএনপি-আওয়ামী লীগ নিয়ে একটি ফতোয়া ঘোষণা করেন। তিনি বলেন, ‘কোনো আলেম যিনি আল্লাহকে বিশ্বাস করেন তিনি কখনো আওয়ামী লীগ-বিএনপি এক কথায় খোদাদ্রোহী কোনো শক্তিকে সাপোর্ট দিতে পারে না। যদি কোনো আলেম খোদাদ্রোহী শক্তিকে সাপোর্ট করেন তিনি কোনো অবস্থাতেই আলেম হতে পারেন না।’
শুধু নামাজ-রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় উল্লেখ করে মুফতি ফজলুল করিম বলেন, ‘এর সাথে জিহাদ, রাজনীতি সব মিলিয়েই হলো ইসলাম। কেননা আল্লাহর রসুল (স.) তার ৬৩ বছরের জীবনে ইসলামের দাওয়াত থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবকিছুই করেছেন। তাই আমাদেরও তার পরিপূর্ণ অনুসরণ করতে হবে।’
আলেমদের উদ্দেশে ইসলামী আন্দো নের এই নেতা বলেন, ‘আলেমদেরই ইসলামি হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশে যারা আল্লাহকে সিজদা করে তারা যদি ইসলামকে ভোট দেয় তাহলে ইসলামই ক্ষমতায় আসবে। তাই শুধু ধর্ম পালন করলেই ইসলাম পালন করা হয় না; ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনসহ সব ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করাই হলো ইসলাম।’ আগামী নির্বাচনে সব আলেম ও মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলার আহ্বায়ক মুফতি ইয়সিন নবীপুরীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল বাসার আ. রহিম, ভোলা আলিয়ার প্রধান মুফতি আহমদ উল্লাহ, গোরস্থান মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবুল হাসান, ইসলামি আন্দোলন ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইউছুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোরশেদ, ইসলামি আন্দোলন ভোলা পৌর সভাপতি মাওলানা আতাউর রহমান প্রমুখ।
ওলামা সমাবেশে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলন ভোলা-১ আসনের প্রার্থী মুফতি ইয়াসিন নবীপুরী, ভোলা-২ আসনের অ্যাডভোকেট হাসনাইন আহমেদ সুজন, ভোলা-৩ আসনের মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের অ্যাডভোকেট মাওলানা মুহিব উল্লাহসহ বিভিন্ন আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:০৪:০৩   ২০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ