আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতার কারনে পরিস্থিতি স্বাভাবিক — বানিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতার কারনে পরিস্থিতি স্বাভাবিক — বানিজ্যমন্ত্রী
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭



---ইয়াছিনুল ঈমন,ভোলা প্রতিনিধি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিলো পুলিশ, র্াব ও বিজিপি দক্ষতার সাথে তা মোকাবেলা করেছে। হলি আটিজম ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গিবাদের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার কারনে দমন হয়েছে। একারনেই আইন শৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।কমিউনিটি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ভুমকিা পালন করার পাশাপাশি মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে। (শনিবার) সকালে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেণ, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেতা নন তিনি আন্তজার্তিক বিশ্বে একজন খ্যাতিমান নেতা। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবতার সেবা দিয়ে তিনি সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় পুলিশকে কাজ করার আহব্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন,ভোলা পৌরসভাট মেয়র মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন মো: মোসায়েদ, আভি কমান্ডার জানে আলম সুফিয়ান, কমিউনিটি পুলিশিং আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, চেম্বার পরিচাক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন এবং এসআই রাসেলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।এরআগে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবদুর রব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে দেয়াল পত্রিকা তৈরী করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিকর্মী তালহা তালুকদার বাঁধন।

বাংলাদেশ সময়: ৭:৫৪:৩২   ১০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ