চরফ্যাশনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত ১২ হাজার মানুষ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত ১২ হাজার মানুষ
রবিবার, ৮ অক্টোবর ২০১৭



 

---

এইচ,আর,চৌধুরী জাহিদ ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার নব গঠিত আহম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ১২ হাজার মানুষ দীর্ঘদিন যাবৎ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নেই কোন বিদ্যালয়, রাস্তাঘাট, বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েল । নদী বা পুকুরের পানি ফুটিয়ে পান করতে হয়। এমন অভিযোগ করেছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান। আসন্ন এসএসসির ছাত্র মো. এরশাদ নিকটবর্তী কোন প্রকারের বিদ্যালয় না থাকায় ৫ কিলোমিটার পায়ে হেটে শিক্ষাঅšে¦ষণনের জন্য প্রতিনিয়ত যেতে হয় । একই এলাকার বাসিন্দা মো.নুরুল ইসলাম জানান, কোন সড়ক পাকা না থাকায় ছাত্র ছাত্রীরা বর্ষা মৌসুমে কোমর পরিমান পানিতে ভিজে বিদ্যালয়ে যায়। তিনি আরও বলেন, বিগত ৪০ বছরে উন্নয়নের ছোয়া লাগেনি। হ্যারিকেন, কুপি বা সোলার দিয়ে চলে তাদের রাতের জীবন। আহম্মদপুর স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্রী নাজমা ও রুমা জানান, এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় পযন্ত নেই।
শুকনাখালী বাজারের ব্যাবসায়ী আ. খালেক জানান, সড়ক না থাকায় কোন বাসিন্দা অসুস্থ্য হলে মসজিদের খাটে বহন করে চরফ্যাশন সদর হাসপাতালে আনতে হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আজ পযন্ত কউিনিটি ক্লিনিক তৈরি হয়নি। মো. আফজাল জানান, বর্ষা মৌসুমে রাতে বাড়ি না ফিরে বাজারের মসজিদে রাত যাপন করেন। সরজমিন পরিদর্শন কালে এলাকাবাসীর সাথে কথা বলার পর তারা দাবী করেন, আমরা মূল ভুখন্ডের বিচ্ছিন্ন প্রকৃতির মানুষ হওয়ার কারনে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ।
আহম্মদ পুর ইউনিয়ন পরিষদের সদস্য মন্নান জানান, টিআর, কাবিখা, এলজিএসপির কোন অর্থ বরাদ্ধ হলে মাষ্টাররোলে আগাম স্বাক্ষর দিয়ে আসতে হয়। শুকনাখালী আনন্দ বাজার থেকে ২০১৪/১৫ অর্থ বছরে ২৬ শত ফুট রাস্তা পাকা করনের জন্য ৩ কোটি ৯৫ লক্ষ টাকা বরাদ্ধ হলেও কোন কাজ হয়নি। নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ২০১৪ সনে নুরাবাদ ইউনিয়নকে বিভক্ত করে আহম্মদপুর ইউনিয়ন করার পর কোন নির্বাচন না হওয়ায় আমি দেখভাল করছি। আলাদা কোন বরাদ্ধ না হওয়ার কারনে দুই ইউনিয়নে একই বরাদ্ধ দিয়ে কাজ চালিয়েছি। আগামী শুকনো মৌসুমে রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, টিউবওয়েল, ও বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হবে। এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা আছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫৭   ২০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

আর্কাইভ