শনিবার, ৭ অক্টোবর ২০১৭

চরফ্যাশনে জন্মান্ধ পরিবার এক ঘরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে জন্মান্ধ পরিবার এক ঘরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ
শনিবার, ৭ অক্টোবর ২০১৭



জন্মান্ধ পরিবারের সদস্য’র একাংশ । ছবি সংগৃহিত।

।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের জন্মান্ধ একটি পরিবারের ১৫ সদস্য মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন বাসের ষ্টান্ডে ভিক্ষা বৃত্তি করে দীর্ঘ ৩০ বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছে। সমাজ তাদেরকে একঘরে করে রেখেছে এমনকি সামাজিক যোগাযোগ, আতœীয়তা তাদের মধ্য ছাড়া আর কারো সাথে হয়না বলে জানিয়েছেন জামাল হোসেন। গ্রামবাসী তাদের সাথে কথাও বলেনা। স্বাধীনতা পরবর্তী কেউ তাদের খোঁজ নিতে আসেননি বলে জানান অন্ধ পরিবারের সদস্যরা । সমাজসেবা অধিদপ্তর থেকে ও কোনদিন তারা সুবিধা পাননি।
সরজমিনে গিয়ে কুড়ের ছাউনিতে বসবাসকারী পরিবারের সদস্য আশাদ আলী দিদার (৬০) খলিলুর রহমান (৬৫) জামালহোসেন (৩২) মো. ফারুক (২৮) আওলাদ (১২) রাফসান (১২) রনি ( ৮) মেহেদি হাসান (৩) জিদান (৪) নুর জাহান (৫৫) পাইনুর বেগম( ২৩) বিবি সাজেদা (২৪) বিবি রহিমা (৪৭) সেফালী ( ৩০) সাহেরা খাতুন( ৩৮) জানান, আমাদেরকে সমাজ এক ঘরে করে রেখেছে । নিজেদের মধ্যে ছাড়া বাহিরে বিবাহ পযন্ত হচ্ছেনা যার কারনে ধারাবাহিক ভাবে সবাই অন্ধ হিসেবে জন্ম গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২১:৫৩:২২   ৮৯৮ বার পঠিত  |