মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭



---

ইয়াছিনুল ঈমন ।।ভোলাবাণী।। ভোলা প্রতিনিধি। ভোলা শহরের চকবাজার ও সদর রোডের অবৈধ ফুটপাত দখল মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালতের পরিচালনায় উচ্ছেদ অভিযান ও ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে, জেলা প্রশাসন ও ভোলা পৌরসভা যৌথ উদ্যোগে সহকারি কমিশনার আব্দুল মান্নান (এনডিসি) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শহরের চকবাজার ও সদর রোডের ফুটপাত দখল করে মালামাল বিক্রি করার অপরাধে মালামাল জব্দ এবং ৩ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেন। শৈলেন সাহা, ফল ব্যবসায়ী মোঃ সোহেল, মুদি ব্যবসায়ী গোপাল সাহা। এছাড়া সদর রোডের মা এগ্রো-কেমিক্যাল এর মালিক মোঃ লোকমানকে তিনশত টাকার মুচলেকায় স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী পলাশ কুমার (বসু), পৌরসচিব আবুল কালাম আজাদ, পৌর স্লাম ডেপেলপার অফিসার জাহিদুল ইসলাম, পৌর ইন্সপেক্টও মোঃ ফারুক, এবং জেলা আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক আমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৩   ১৬৪ বার পঠিত  |