সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭

১৮ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে শতভাগ কোরবানির বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছে ডিএসসিসি

প্রথম পাতা » জাতীয় » ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে শতভাগ কোরবানির বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছে ডিএসসিসি
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। ঈদের দিন থেকে প্রায় ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে শতভাগ কোরবানির বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। সোমবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশুর হাট এবং কোরবানিকৃত পশুর সমুদয় বর্জ্য বিগত দুই বছরের মতো এবারও দক্ষতার সঙ্গে পরিষ্কার করা হয়েছে। কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের গতিশীল নেতৃত্বে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে নগরীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, বর্জ্য অপসারণে চালু করা হটলাইনে সোমবার বেলা ১১টা পর্যন্ত ১৫১০ কল পাওয়া গেছে । এর মধ্যে সেবা চেয়েছেন ৬৭ জন। তাদের সেবা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৮   ১২৪ বার পঠিত  |