শিবপুরে ইলিশ সংরক্ষনে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিবপুরে ইলিশ সংরক্ষনে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন
সোমবার, ১৭ জুলাই ২০১৭



---

ইয়াছিনুল ঈমন।। স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।।ভোলা সদর উপজেলার শিবপুব ইউনিয়নের মৎস্য বিভাগের সহযোগিতায় ইউএসএআইডি’র অর্থায়নে,ওর্য়াল্ডফিশবাংলাদেশ এবং কোস্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্পের ইলিশ সংরক্ষনেসহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে শিবপুর ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ঘোষনার পর নতুন কমিটির সফলতার উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ হল সভাপতি- মোঃজসিমউদ্দিন, চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ,সহ-সভাপতি-মোঃএনামুলহক সেলিম ও মো: রাজিব হাসান,সাধারন সম্পাদক-মো: রুহুলআমিন,সহ- সাধারনসম্পাদক- মো: কামাল হোসেন, ক্যাশিয়ার-মাজাহারুল ইসলাম মিন্টু, প্রচারসম্পাদক- মো: জাফর,সহ প্রচারসম্পাদক- মো: নুরনবী,নারী বিষয়কসম্পাদক-সামসুন্নাহার পরিবেশও স্বাস্থ্য বিষয়কসম্পাদক - মো: মাইনউদ্দিন, ইলিশগাডর্ সম্পাদক- মো: মোশারেফ,শিক্ষা বিষয়কসম্পাদক- মোসলেউদ্দিন মসু।

এছাড়াকার্য নির্বাহীসদস্য- মো: নুরনবী, মো: আরিফ, মো: নিজামমৎস্য অধিদপ্তরে প্রতিনিধি জীবন কৃষ্ণ দাস, কৃষিঅধিদপ্তরের প্রতিনিধি সামছুনাহার, উপদেষ্টার- মো: ইউনুস মিয়া,ভাইস চেয়ারম্যান ভোলা সদর উপজেলা পরিষদ,আমিনুল হক মানিক, মো: আলআমিন, ইয়ারুল ইসলাম খোকন, আবুল কালামসহ মোট ২১ সদস্যেরএকটিকমিটিগঠনকরাহয়েছে।

এসময় শিবপুর ইউনিয়নের মেম্বার, জেলে ,আড়ৎদার, নৌকাবাসী জেলে, এইচসিজি,সিএসজিও মৎস্য অবতরন কেন্দ্রের নেতাসহ প্রায় ১শতাধিকমৎস্য জীবি উপস্থিত ছিলেন। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিমউদ্দিন এর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলামৎস্য কর্মকর্তা মো রেজাউলকরিম, গেষ্টঅবঅনার দৈনিক প্রথম আলো জেলাপ্রতিনিধি মো নেয়ামতউল্লাহ, বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়রমৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান,ইকোফিশ প্রকল্পেররিসার্স এসোসিয়েট ইফতেখারুল ইসলাম,ইকোফিশপ্রকল্প কোস্ট ট্রাস্টেরকর্মকর্তা খোকন চন্দ্র শীল,তরিকুলইসলাম,কর্মশালাটিসঞ্চালনের দায়িত্বে ছিলেন ইকোফিশপ্রকল্প কোস্ট ট্রাস্ট ম্যানেজার সোহেল মাহমুদ।সার্বিক সহযোগীতায় ইকোফিশপ্রকল্পের ভোলাটিম ও শিবপুরইউনিয়নেরসকলকর্মকর্তা , কর্মচারীগন।স্বাগত বক্তব্যে ইকোফিশ প্রকল্পেররিসার্স এসোসিয়েট ইফতেখারুলইসলামই কোফিশপ্রকল্পেরউন্নয়নমুলককাজসমূহ ও পরবর্তী কাজের পরিকল্পনা মালটিমিডিয়ারমাধ্যমে উপস্থাপনকরেন।

বিশেষঅতিথি ভোলা সদর উপজেলার সিনিয়রমৎস্য কর্মকর্তামো: আসাদুজ্জামান বলেন প্রকৃত জেলেকে নিবন্ধনের আওতায় আনতে হবে । জেলেদের মধ্যে সচেতনাতাবৃদ্ধি করতেহবে,আমরানতুনকমিটিরসফলতাকামনাকরি।

প্রধানঅতিথি বলেন ইলিশসংরক্ষনেরসহ- ব্যবস্থাপনা কমিটি সর্ম্পকে মতামত দেন, এবংসকলের গ্রহন যোগ্য কর্মিটিগঠনকরা হয়েছে।তিনিআরোবলেন, আজকের কর্মিটি সরকারের মৎস্য আইন বাস্তবায়নে সহায়তা করবে,জেলেদের মধ্যে সচেতনাতাবৃদ্ধি করতেহবে, ইলিশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ২২:০৮:১১   ২৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ