পানি বেড়েছে সুরমা ও কুশিয়ারার,সিলেটে বন্যার অবনতি

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » পানি বেড়েছে সুরমা ও কুশিয়ারার,সিলেটে বন্যার অবনতি
শনিবার, ১৫ জুলাই ২০১৭



---।।ভোলাবাণী।। উজানের ঢলে সিলেটে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। বন্যার কারণে প্লাবিত এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমছে না। তবে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত দু’দিন কিছুটা পানি কমলেও আজ শনিবার কুশিয়ারা ও সুরমা নদীর পানি বেড়েছে। কুশিয়ারার অমলশীদ, শেওলা, শেরপুর ও সুরমার কানাইঘাট পয়েন্টে এখনও বিপদসীমা অতিক্রম করে পানি প্রবাহিত হচ্ছে। যদি গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে তেমন বৃষ্টিপাত হচ্ছে না।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দু’দিন পানি কমতে দেখা গেছে। তবে, তা খুম ধীর গতিতে ছিল। শুক্রবার বিকেল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। সিলেট অঞ্চলে তেমন বৃষ্টিপাত না হলেও উজান থেকে নেমে আসা পানি বন্যার কারণ হিসেবে মনে করছেন তিনি।

সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, আমরা এখন পর্যন্ত স্বস্তিতে আছি। এখনও বন্যাজনিত কোন রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়নি। তবে, বন্যা উপদ্রুত মানুষের সেবায় জেলায় ৭৮ টিম গঠন করে দেয়া হয়েছে। পাশাপাশি সিভিল সার্জন অফিস থেকে দু’টি অতিরিক্ত মেডিকেল সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণে মাঠে যাচ্ছে।

এদিকে, জেলার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ১৩টি আশ্রয়কেন্দ্রের ৬টি থেকে মানুষ নিজেদের ঘরবাড়িতে ফিরে গেলেও আজ শনিবার ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার একটি কেন্দ্রে নতুন করে আশ্রয় নিয়েছে বন্যাকবলিত কয়েকটি পরিবার। বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানিয়েছেন, আগে ২৭৭ মেট্রিকটন চাল ও পাঁচলাখ ৫৫ হাজার টাকা ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এখন আরও দেড়শ’ মেট্রিকটন চাল বিতরণ করা হচ্ছে এবং নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা জেলা প্রশাসন থেকে দেয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ ও অর্থ তহবিলে রয়েছে, চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। বাসস।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০৭   ৩৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

আর্কাইভ