মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

বোরহানউদ্দিন হাকিমুদ্দিন লঞ্চ ঘাটের বেহাল দশা ॥ যাত্রীদের চরম দুর্ভোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিন হাকিমুদ্দিন লঞ্চ ঘাটের বেহাল দশা ॥ যাত্রীদের চরম দুর্ভোগ
মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭



বোরহানউদ্দিন হাকিমুদ্দিন লঞ্চঘাটে পল্টুনের চিত্র

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন হাকিমুদ্দিন লঞ্চ ঘাটের বেহাল দশা। পল্টুন নেই, যাত্রীদের বসার স্থান নেই। পল্টুন না থাকায় যাত্রীদের লঞ্চে উঠতে নামতে অনেক কষ্ট হচ্ছে। আর একটু বৃষ্টি ও জোয়ার আসলে তো কথাই নেই। জামা কাপড় ভিজে লঞ্চে উঠা নামা করতে হয়। যাত্রীদের সীমাহীন কষ্ট হলেও মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। ঘন্টার পর ঘন্ট লঞ্চের অপেক্ষা বসে থাকতে হয় যাত্রীদের। এছাড়া ঘাটে যাওয়ার সড়কটির নাকাল অবস্থা।

সরজমিন ঘুরে জানা গেছে, দীর্ঘদিন হাকিমুদ্দিন পল্টুনটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে যাত্রীদের লঞ্চে উঠতে নামতে অনেক কষ্ট হচ্ছে। বৃষ্টি ও জোয়ারের পানি আসলে যাত্রীদের জামা কাপড় ভিজেই লঞ্চে উঠা নামা করতে হয়। এছাড়া হাকিমুদ্দিন বাজার ও লঞ্চ ঘাটে যাওয়ার সড়কটির বেহাল অবস্থা। একটু বৃষ্টিতে চলাফেরার অনুপযোগি হয়ে পড়ে। যাত্রীরা সঠিক সেবা না পেলেও ভাড়া কোন অংশেই কম নিচ্ছে না বলে অভিযোগ করেন অনেক যাত্রী।

লঞ্চ যাত্রী সোহাগ জানান, বাড়ী কাছে হওয়ায় এ রুঢ দিয়ে ঢাকা আসা যাওয়া করি। কিন্তু পল্টুন না থাকায় যাত্রীদের সীমাহীন কষ্ট হচ্ছে। হাকিমুদ্দিন বাজার থেকে লঞ্চ ঘাটে আসা সড়কটি দিয়ে হাটাই যায় না।

এব্যাপারে ভোলা বিআইডব্লিউটিএ দায়িত্বরত ইন্সেপেক্টর মো: নাসিম জানান, মানুষের কষ্টের কথা চিন্তা করে এ ঘাটে আগামী জানুয়ারীর মধ্যে নতুন পল্টুন দেয়া হবে বলে তিনি আশস্ত করেন।

বাংলাদেশ সময়: ২১:৫২:১৫   ১১৩৪ বার পঠিত  |