বোরহানউদ্দিনে বাস স্টাফদের হামলায় ট্রাক মালিক আহত, সড়ক অবরোধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে বাস স্টাফদের হামলায় ট্রাক মালিক আহত, সড়ক অবরোধ
রবিবার, ১৮ জুন ২০১৭



---।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধ:
ভোলা চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ডে বাস ও ট্রাকের মধ্যে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ষ্টাফদের হামলায় ট্রাক মালিক আহত। বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি।
ঘটনাসুত্রে শনিবার বেলা ১১:০০ টার সময় চরফ্যাশন হতে আগত মাল বোঝাই ট্রাক বোরহানউদ্দিন উত্তর বাস ষ্ট্যান্ড ক্রস করার সময় চরফ্যাশনগামী বাস ষ্টাফ তাদের সাইডে জায়গা কম দেওয়ার অভিযোগ তুলে রড দিয়ে পিটিয়ে ট্রাক ভাংচুর ও চালকের আসনে বসা থাকা ট্রাক মালিককে গুরুতর জখম করে। ট্রাক মালিকের বাড়ি বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডে তার আত্বীয় স্বজন খবর পেয়ে তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং দায়ীদের বিচারের দাবীতে প্রায় ০৩ (তিন) ঘন্টা ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আইনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। ঘটনা স্থলে গিয়ে জানা যায় ঘটনার সুত্রপাতকারী বাসের মালিকের বাড়িও বোরহানউদ্দিন থানার পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম, তাহার ষ্টাফ ও মালিক মিলে এধরনের ঘটনা ঘটানোর সাহস পেয়েছে এবং ভোলা বাস মালিক সমিতির লোকজন প্রায়ই জেলার সাধারন মানুষকে জিম্মি করে অহরহ এ ধরনের ঘটনা ঘটায় বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেন। এ ব্যাপরে আহত ট্রাক মালিক আবু তাহের পালোয়ান ঘটনা সম্পর্কে জানান, হঠাৎ বাস দিয়ে রাস্তা ব্লক করে আমার চালকের আসনের কাছে বাসের ড্রাইভার গাড়ী রেখে কিছু বুঝার আগেই রড গিয়ে জানালা ভেঙ্গে আমার মুখে আঘাত করে রক্তাত্ত করে আমার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়, ষ্ট্যান্ডের লোকজন আমাকে উদ্ধার করে আমার পরিবারের কাছে খবর দেয় এবং তিনি নিজেকে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দাবী করেন।
এ ব্যাপারে বাস মালিক হুমায়ুন কবির সেলিম জানান আমি বাসে বসা ছিলাম কিন্তু ঘটনার সাথে জড়িত ছিলাম না, ষ্ট্যাফ ও শ্রমিকদের সাথে কথা কাটাকাটির ফলে তারা সঘষের্ জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০:২৮:৩৭   ৩৮৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ